সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অল্প বয়সে মানুষের কত আশ্চর্য ইচ্ছে থাকে৷ নিয়মভাঙার বয়সে নিয়ম ভেঙে কেউ কেউ শ্রীঘরে পর্যন্ত যেতে চান৷ এমন আজব ইচ্ছে ৯৯ বছর বয়স অবধি মনে পুষে রেখেছিলেন নেদারল্যান্ডের বৃদ্ধা অ্যানি৷ আর অ্যানির এই স্বপ্নপূরণের জন্যই তাঁকে একদিনের কারাবাস উপহার দিলেন তাঁর নাতনি৷
জানা গিয়েছে, জেলে যাওয়া নাকি এই অশীতিপর বৃদ্ধার ‘বাকেট লিস্ট’-এ ছিল৷ এই ‘বাকেট লিস্ট’-এ মানুষ এমন স্বপ্নকেই বন্দি করে রাখেন যা তাঁরা নিজেদের জীবদ্দশায় সফল করতে চান৷ আর সেই ধারণা মতে জীবনে একবার জেলে যাওয়ার বাসনা পূরণের জন্য নাকি রীতিমতো ব্যস্ত হয়ে উঠেছিলেন তিনি৷ আর তাঁর এই ইচ্ছেপূরণের জন্য ব্যক্তিগতভাবে পুলিশের সঙ্গে কথা বলেন অ্যানির ভাইঝি৷ বৃদ্ধার এই আজব স্বপ্নপূরণ করতে পুলিশের তরফেও কোনও আপত্তি জানানো হয়নি৷ আর এরপর পুলিশই নিয়ম করে বৃদ্ধার হাতে হাতকড়া পরিয়ে তাঁকে গ্রেপ্তার করে৷ জেলে বেশ কিছুক্ষণ সময় কাটানোর সুযোগ করে দেয়৷
অ্যানির এই স্বপ্নপূরণের ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করেছেন তাঁর আত্মীয়রা৷ ছবিতে দেখা গিয়েছে যুবতী বয়সের স্বপ্নপূরণ করে, অর্থাৎ হাতে হাতকড়া পরে খিলখিলিয়ে হাসছেন তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.