Advertisement
Advertisement

Breaking News

Paskistan

ফিদায়েঁ হামলায় কাঁপল পাকিস্তান, নিহত অন্তত ৯ সেনা

সন্ত্রাসের দানব গিলে খাচ্ছে পাকিস্তানকে।

9 Soldiers died in Terrorist attack in Pakistan। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:September 1, 2023 4:43 pm
  • Updated:September 2, 2023 3:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মঘাতী বিস্ফোরণে কাঁপল পাকিস্তান। নিহত পাক সেনাবাহিনীর নয় জওয়ান। বৃহস্পতিবার পাক সেনার কনভয়ের সঙ্গে সংঘর্ষ হয় আত্মঘাতী বোমা হামলাকারীর বাইকের। এই হামলার নেপথ্যে তেহরিক-ই-তালিবান পাকিস্তান তথা টিটিপি জঙ্গিগোষ্ঠী রয়েছে বলে মনে করা হচ্ছে।  

সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা গিয়েছে, এদিনের ঘটনার পর পাক সেনার আধিকারিকরা জানিয়েছেন, “পাকিস্তানের সীমান্ত লাগোয়া বান্নু জেলায় আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলাকারী বাইকে এসে সেনাবাহিনীর কনভয়ের একটি ট্রাকে ধাক্কা মারে।” এই হামলায় নিহত হয়েছেন নয় জন। ফিদায়েঁ হামলাায় তীব্র ক্ষুব্ধ পাকিস্তানের অস্থায়ী প্রধানমন্ত্রী আনওয়ার-উল-হক কাকর। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এটা কাপুরুষের মতো সন্ত্রাসবাদী হামলা।” 

Advertisement

[আরও পড়ুন: ভারতে আসুন জিনপিং, চাইছেন বাইডেন, কেন?]

উল্লেখ্য, পাকিস্তানের (Pakistan) সন্ত্রাসবাদী দলগুলির মধ্যে সবচেয়ে প্রভাবশালী হচ্ছে  টিটিপি। আফগান তালিবানের শাখা সংগঠন তারা। বছর দুয়েক আগে তালিবান আফগানিস্তানের দখল নিলে টিটিপি-কে কাবু করা যাবে বলে ভেবেছিল ইসলামাবাদ। কিন্তু বাস্তবে তা হয়নি। টিটিপি জঙ্গিদের হামলার দায় নিতে সাফ অস্বীকার করে দেয় মোল্লা অখুন্দজাদার দল। 

প্রসঙ্গত, বিগত দশক থেকেই পাকিস্তানে সন্ত্রাস তৈরি করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি। গণতান্ত্রিক সরকারকে উপড়ে ফেলে শরিয়ত লাগু করাই তাদের উদ্দেশ্য। বিগত দিনে বেশ কয়েকবার পাকিস্তানকে রক্তাক্ত করেছে সংগঠনটি। ২০১৪ সালে পেশোয়ারের একটি স্কুলে হামলা চালিয়ে কমপক্ষে ১৫০ পড়ুয়াকে হত্যা করে জঙ্গি সংগঠনটি। তারপর থেকে পাক সরকার ও টিটিপি’র সংঘাত তুঙ্গে পৌঁছেছে।

[আরও পড়ুন: ইতিহাসে প্রথমবার পাকিস্তানে ৩০০ পেরল পেট্রল-ডিজেলের দাম, ভোগান্তি আমজনতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement