সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই দেশকে শান্তির পথে আনতে মরিয়া চেষ্টা চালাচ্ছে আমেরিকা। কিন্তু যুদ্ধ থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না রাশিয়া-ইউক্রেনের মধ্যে। গতকাল কিয়েভে ভয়ংকর মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনা। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে ৯ জন। আহত ৬৩। এই তালিকায় রয়েছে শিশুরাও। ফলে কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ইঙ্গিত দিয়েছিলেন দু’দেশের মধ্যে শান্তি চুক্তি হওয়ার, তা নিয়েই সংশয় তৈরি হয়েছে। তবে এই হামলার পর রাশিয়ার প্রেসিডেন্টকে ধমক দিয়ে ট্রাম্প বলেছেন, “এবার থামো ভ্লাদিমির।”
সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, বৃহস্পতিবার মিসাইল দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে আগুন ঝরায় রুশ সেনা। আবাসন থেকে শুরু করে একের পর এক জায়গায় আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রক জানায়, কিয়েভে ভয়ংকর হামলা চালিয়েছে রাশিয়া। এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত ৬৩ জন। যার মধ্যে ৬ শিশুও রয়েছে। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি ৪২ জন। রাজধানীর ৫টি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক প্রশাসনিক ভবনে আগুন ধরে গিয়েছে।
হামলার সময় উপস্থিত থাকা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, ইউক্রেনের প্রশাসন মিসাইল হামলার সতর্কতা জারি করেছিল। সাইরেন বাজার কিছুক্ষণের মধ্যে বিস্ফোরণ হতে শুরু করে। পাশাপাশি খারকভেও ৭টি মিসাইল আঘাত হানে। এই হামলার কড়া নিন্দা জানিয়েছে সেখানকার প্রশাসন বিবৃতিতে জানিয়েছে, ‘পুতিন শুধু হত্যাই দেখতে চান। এটাই তাঁর ইচ্ছে।’ এই হামলার পরই দক্ষিণ আফ্রিকা সফর কাটছাঁট করে দেশে ফিরে আসেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এদিকে, রাশিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে আমেরিকা। পুতিনকে ধমক দিয়ে নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ‘ট্রুথে’ ট্রাম্প লেখেন, ‘রাশিয়া যেভাবে কিয়েভে হামলা চালিয়েছে তা নিন্দনীয়। আমরা খুবই বিরক্ত। এই সময় এটা দরকার ছিল না। আমরা যত তাড়াতাড়ি সম্ভব শান্তি চুক্তি চাই। এবার থামো ভ্লাদিমির।’ দিন তিনেক আগেই শোনা গিয়েছিল, আমেরিকার চাপে ইউক্রেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে রাজি হয়েছে রাশিয়া! শান্তির পথে ফিরতে সরকারি কিয়েভের সঙ্গে কথা বলার আহ্বান জানিয়েছে মস্কো। কিন্তু ফের একবার ইউক্রেনে হামলা চালিয়ে সমস্ত সমীকরণ বদলে ফেলেছে রুশ ফৌজ। কবে এই সংঘাত থামবে তার উত্তর অধরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.