সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ তিন মাস পরে লিবিয়ার (Libya) বিদ্রোহীদের কবল থেকে মুক্তি পেলেন ৯ ভারতীয় নাবিক। জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসে লিবিয়ার উপকূলে তাঁদের জাহাজ খারাপ হয়ে গিয়েছিল। সেই সময়েই স্থানীয় বিদ্রোহীরা আটক করে ভারতীয় নাবিকদের (Indian Sailors)। আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে বিশেষ মিশনের ব্যবস্থা করে বিদেশ মন্ত্রক। সেই মিশনের উদ্যোগেই উদ্ধার করা গিয়েছে ৯ ভারতীয় নাবিককে।
জানা গিয়েছে, গ্রিক (Greece) বাণিজ্যিক জাহাজে কর্মরত ছিলেন ওই ৯ নাবিক। মালটা থেকে বিপুল পরিমাণ তেল নিয়ে ত্রিপোলির দিকে যাচ্ছিল জাহাজটি। সেই সময়েই লিবিয়ার উপকূলে জাহাজটি খারাপ হয়ে যায়। জাহাজের সমস্ত কর্মীদের আটক করে স্থানীয় বিদ্রোহীরা। গত ১৫ ফেব্রুয়ারি থেকেই লিবিয়াতে আটকে ছিলেন ৯ নাবিক। তাঁদের মধ্যে ৫ জন উত্তরপ্রদেশের বাসিন্দা। বাকিদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গ, রাজস্থান, হিমাচল প্রদেশ ও গুজরাটের বাসিন্দারা।
ভারতীয় নাবিকদের আটকে পড়ার খবর পেয়েই তৎপর হয় বিদেশমন্ত্রক। লিবিয়ার প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাঁদের উদ্ধার করার প্রক্রিয়া চালু হয়। ভারতীয় মিশনের উদ্যোগেই নিয়মিত খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া হত নাবিকদের কাছে। স্থানীয় আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে নাবিকদের নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়। অবশেষে তিনমাস পরে বিদ্রোহীদের কবল থেকে রক্ষা পান ভারতীয় নাবিকরা।
জানা গিয়েছে, লিবিয়া থেকে বেরিয়ে ত্রিপোলি পৌঁছে গিয়েছেন নাবিকরা। টিউনিশিয়ার ভারতীয় রাষ্ট্রদূতের তত্ত্বাবধানে রয়েছেন তাঁরা। আপাতত সেখানেই থাকতে হবে নাবিকদের। তাঁদের ভিসা ও অন্যান্য কাগজপত্রের কাজ শেষ হলে তবেই দেশে ফিরতে পারবেন তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.