Advertisement
Advertisement
চিনে ভাঙল করেনন্টাইল সেন্টার

ফের বিপত্তি চিনে, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা কোয়ারেনন্টাইন সেন্টার

ধ্বংসস্তূপে আটকে কমপক্ষে ৭০ জন।

70 people trapped after a quarantine center collapsed in China
Published by: Paramita Paul
  • Posted:March 7, 2020 8:55 pm
  • Updated:March 12, 2020 1:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিপত্তি চিনে। করোনা আতঙ্কের মাঝেই শনিবার সন্ধ্যেয় ভেঙে পড়ল পাঁচতলা কোয়ারেনন্টাইন সেন্টার। ধ্বংসস্তূপের নিচে পকমপক্ষে ৭০ জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন প্রস্তুতি চলেছে উদ্ধারকার্য। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৩৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

জানা গিয়েছে, দক্ষিণ পূর্ব চিনের ফুজিয়ান প্রদেশের কোয়ানঝাউ এলাকার জিংজিয়া এক্সপ্রেস হোটেলটিকে কোয়ারেনন্টাইন সেন্টারে পরিণতি করা হয়েছিল। সেখানে ওই প্রদেশের করোনা আক্রান্তদের রাখা হয়েছিল। ফলে এদিনের ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকে রয়েছে, তা কারোর পক্ষেই বলা সম্ভব হচ্ছে না। সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনা ঘটতেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় প্রসাশনিক কর্তারা। তাদের নজরদারিতে চলছে উদ্ধারকার্য। ১৪৭টি দমকল ইঞ্জিন ও ২৬ জন কর্মী ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বলে খবর। তবে আচমকাই বিল্ডিংটি ভেঙে পড়ল কেন, তা জানা যায়নি।

[আরও পড়ুন : সলমনকে গদি থেকে সরানোর ছক, তিন রাজকুমারকে আটক করল রয়্যাল গার্ডস]

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই বিকট আওয়াজ শুনতে পান তাঁরা। বাড়ি থেকে বেরিয়ে আসতেই দেখেন পাঁচতলা হোটেলটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানুষজন সাহায্যের আরজি জানাচ্ছেন। কিন্তু স্থানীয় বাসিন্দারা উদ্ধারকার্যে এগিয়ে যাননি বলেই খবর। করোনায় আক্রান্ত রোগীরা ওই বাড়িটিতে থাকছিলেন। তাই সংক্রমণের ভয়ে তাঁরা উদ্ধারকার্যে হাত লাগাননি বলেই খবর।

[আরও পড়ুন : কাবুলে স্মরণসভা চলাকালীন ISIS জঙ্গিদের হামলা, মৃত কমপক্ষে ৩২]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement