সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিপত্তি চিনে। করোনা আতঙ্কের মাঝেই শনিবার সন্ধ্যেয় ভেঙে পড়ল পাঁচতলা কোয়ারেনন্টাইন সেন্টার। ধ্বংসস্তূপের নিচে পকমপক্ষে ৭০ জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন প্রস্তুতি চলেছে উদ্ধারকার্য। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৩৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
Around 70 people were trapped after a hotel collapsed in China’s Eastern Fujian province: AFP news agency quoting officials
— ANI (@ANI) March 7, 2020
জানা গিয়েছে, দক্ষিণ পূর্ব চিনের ফুজিয়ান প্রদেশের কোয়ানঝাউ এলাকার জিংজিয়া এক্সপ্রেস হোটেলটিকে কোয়ারেনন্টাইন সেন্টারে পরিণতি করা হয়েছিল। সেখানে ওই প্রদেশের করোনা আক্রান্তদের রাখা হয়েছিল। ফলে এদিনের ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকে রয়েছে, তা কারোর পক্ষেই বলা সম্ভব হচ্ছে না। সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনা ঘটতেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় প্রসাশনিক কর্তারা। তাদের নজরদারিতে চলছে উদ্ধারকার্য। ১৪৭টি দমকল ইঞ্জিন ও ২৬ জন কর্মী ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বলে খবর। তবে আচমকাই বিল্ডিংটি ভেঙে পড়ল কেন, তা জানা যায়নি।
#BREAKING: A hotel building collapsed in Quanzhou, SE China’s Fujian at around 7 pm Saturday, trapping an unknown number of people under it. So far 16 people have been rescued. Rescue work remains underway. pic.twitter.com/rK7tEagQvV
— People’s Daily, China (@PDChina) March 7, 2020
⚠️,泉州一酒店倒塌 pic.twitter.com/OK94VgXWvB
— Ray Lau (@fiteray) March 7, 2020
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই বিকট আওয়াজ শুনতে পান তাঁরা। বাড়ি থেকে বেরিয়ে আসতেই দেখেন পাঁচতলা হোটেলটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানুষজন সাহায্যের আরজি জানাচ্ছেন। কিন্তু স্থানীয় বাসিন্দারা উদ্ধারকার্যে এগিয়ে যাননি বলেই খবর। করোনায় আক্রান্ত রোগীরা ওই বাড়িটিতে থাকছিলেন। তাই সংক্রমণের ভয়ে তাঁরা উদ্ধারকার্যে হাত লাগাননি বলেই খবর।
5 story building completely collapsedhttps://t.co/cmH9ZCBNWZ
— Chenchen Zhang (@chenchenzh) March 7, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.