Advertisement
Advertisement
Christmas Market Attack

জার্মানিতে ‘জঙ্গি’র BMW হামলায় আহত ৭ ভারতীয়! তীব্র নিন্দা করল নয়াদিল্লি

এ পর্যন্ত পাওয়া তথ্য বলছে হামলাকারী প্রাক্তন মুসলিম এবং ইসলামের কড়া সমালোচক।

7 Indians Injured In Christmas Market Attack In Germany: Sources

ছবি- এএফপি

Published by: Subhajit Mandal
  • Posted:December 22, 2024 9:36 am
  • Updated:December 22, 2024 9:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবমুখর জার্মানিতে ‘জঙ্গি’র গাড়ি হামলায় আহত ৭ ভারতীয়ও। শুক্রবার জার্মানির ম্যাগডেবার্গ শহরে ক্রিসমাস মার্কেটে আচমকা কালো রঙের বিএমডব্লু নিয়ে হামলাচালায় ‘লোন অ্যাটাকার’। সেই ঘটনায় এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক। আহতদের মধ্যে ৭ জন ভারতীয় রয়েছেন।

সূত্রের খবর, ওই ৭ ভারতীয় নাগরিককেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁদের মধ্যে ৩ জনের চোট তেমন গুরুতর নয়। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকিরা এখনও চিকিৎসাধীন। বার্লিনের ভারতীয় দূতাবাস আহতদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। দরকারে সবরকম সাহায্য করা হবে।

Advertisement

এদিকে বিদেশমন্ত্রকের তরফে এই হামলার তীব্র নিন্দা করা হয়েছে। নয়াদিল্লির তরফে বিবৃতিতে বলা হয়েছে, “জার্মানির ম্যাগডেবার্গ শহরে এই সাংঘাতিক এবং অর্থহীন হামলার আমরা তীব্র নিন্দা করছি। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। অনেকে আহত। মৃতদের আত্মার শান্তি কামনা করছি।”

উল্লেখ্য, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ ঘটনাটি ঘটে জার্মানির রাজধানী বার্লিন থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত ম্যাগডেবার্গ শহরে। সেখানকার ক্রিসমাস মার্কেটে তখন প্রচুর মানুষের ভিড়। সকলেই ব্যস্ত কেনাকাটায়। এমন সময় ওই বাজারে ঢুকে পড়ে একটি বেপরোয়া গতির কালো রঙের বিএমডব্লু। পুলিশ জানিয়েছে, টাউন হল স্কোয়ারের কাছে পৌঁছনোর আগে ওই রাস্তা দিয়ে অন্তত ৪০০ মিটার এগিয়ে যায় ঘাতক গাড়িটি। ধাক্কায় এদিক-ওদিক ছিটকে পড়েন অনেকে। মুহূর্তের মধ্যে গোটা রাস্তা রক্তে ভেসে যায়। ওই ঘটনায় এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে।

এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য থেকে জানা গিয়েছে, হামলাকারীর নাম তালেব এ। হামলা চালানোর জন্য বিএমডব্লু ভাড়া করেছিল এই ‘লোন অ্যাটাকার’। সে প্রাক্তন মুসলিম এবং ইসলামের কড়া সমালোচক। জার্মানির এক অতি দক্ষিণপন্থী পার্টি ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ তথা এএফডির সদস্য ছিল সে। ২০০৬ সাল থেকে সে জার্মানির বাসিন্দা। আর সেদেশে আসার পরই wearesaudi.net নামে একটি ওয়েবসাইট তৈরি করে তালেব। যে ওয়েবসাইটের লক্ষ্য ছিল, সৌদি ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলি থেকে পালানো প্রাক্তন মুসলিমদের সাহায্য করা। এবং এভাবেই তথ্য আদানপ্রদানের একটা নেটওয়ার্ক তৈরি করা। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে নারী পাচার ও জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে সৌদিতে ‘ওয়ান্টেড’ তকমা রয়েছে তার নামে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement