সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো। এবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার গভীর রাতে কম্পন অনুভব করেন মেক্সিকোবাসী। সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত অন্তত ২৪৮ জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক। কম্পনের উৎসস্থল মেক্সিকো সিটি থেকে ৭৬ মাইল দূরে অবস্থিত রবসো শহর।
#BREAKING Death toll in Mexico quake rises to 248: authorities
— AFP news agency (@AFP) September 20, 2017
গত ১৫ দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো। জানা গিয়েছে, এদিন গভীর রাতে হঠাৎ প্রবল কম্পন অনুভূত হয় মেক্সিকো সিটি ও আশেপাশের এলাকাগুলিতে। ভূমিকম্পের তীব্রতায় ভেঙে পড়ে বাড়িঘর। ছড়িয়ে পড়ে প্রবল আতঙ্ক। অনেকেই গভীর ঘুমে থাকায় বাড়ি থেকে বেরিয়ে আসতে পারেননি। ভেঙে পড়া বাড়ির নিচে চাপা পড়ে প্রাণ হারান শতাধিক মানুষ। সূত্রের খবর, এখন অনেকে চাপা পড়ে রয়েছেন।
‘প্রাণে বেঁচে গিয়েছি তাই অনেক’, এমনটাই জানিয়েছেন এক বাসিন্দা। তাঁর চোখের সামনেই এদিন ভেঙে পড়েছিল একটি বহুতল। প্রশাসনের বিপর্যয় মোকাবিলা সংস্থার আধিকারিক লুইস ফেলিপ জানিয়েছেন, ভূমিকম্পে এপর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ১৩৯ জনের। ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধারকাজ। এখনও ভেঙে পড়া বাড়ির তলায় চাপা পড়ে রয়েছেন অনেকেই। অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে। সেনা, পুলিশ, মেরিন ও ফেডারেল পুলিশ একসঙ্গে উদ্ধারকাজে নেমেছে। মন্ত্রী মিগুয়েল এঞ্জেল ওসোরিও চং জানিয়েছেন, অন্তত শতাধিক মানুষ ভেঙে পড়া বাড়িগুলির তলায় আটকে রয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, বলেই মনে করা হচ্ছে।
[পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্রের তকমা দিতে পারে আমেরিকা]
ভূমিকম্পের জেরে ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি ও মোবাইল টাওয়ারগুলিও। ফলে অন্ধকারে ডুবে যায় পুরো অঞ্চল। ব্যহত হয় মোবাইল পরিষেবা। উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল মেক্সিকো। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৮.২। ওই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন অন্তত ৯০ জন। তারপরই ফের কম্পনে তীব্র আতঙ্ক ছড়িয়েছে দেশটিতে। জারি করা হয়েছে সুনামির সতর্কবার্তাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.