Advertisement
Advertisement
Tesla

পার্কিং লটেই যৌনতায় মাতেন কর্মীরা, চলে হেনস্তাও, এলন মাস্কের সংস্থার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

এক মাসে ছ'টি যৌন নির্যাতনের অভিযোগ দায়ের হয়েছে সংস্থার বিরুদ্ধে।

6 women workers sue Elon Musk's Tesla over sexual harassment allegations | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 16, 2021 10:26 am
  • Updated:December 16, 2021 10:31 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন হেনস্তার (sexual harassment) অভিযোগ বিদ্ধ এলন মাস্কের সংস্থা টেসলার (Tesla) কর্মীরা। এক মাসে পর পর ছ’টি যৌন নির্যাতনের অভিযোগ দায়ের হয়েছে সংস্থার বিরুদ্ধে। অভিযোগ, কাজে যোগ দেওযার পর থেকেই মহিলাদের নানাভাবে উত্যক্ত করা হয়। সোস্যাল মিডিয়ায় পাঠানো হয় কুপ্রস্তাব। কখনও অফিসের পার্কিং লট তো কখনও শৌচাগারে যৌনতায় লিপ্ত হন কর্মীরা। এহেন অভিযোগ ঘিরে এখন তোলপাড় এলেন মাস্কের সংস্থায়।

মঙ্গলবার পর্যন্ত মোট ৬টি মামলা দায়ের হয়েছে। অভিযোগগুলির মূলকথা, ক্যালিফোর্নিয়ায় টেসলার বৈদ্যুতিন গাড়ি তৈরির কারখানা-সহ একাধিক অফিসে বারবার যৌন নির্যাতনের মুখে পড়তে হয় মহিলাদের। যৌন হেনস্তা, সোস্যাল মিডিয়ায় লাগাতার ভিডিও কল, কুরুচিকর মেসেজ করত পুরুষ সহকর্মীরা। প্রতিবাদ করলেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষনজরে পড়তে হত অভিযোগকারিণীদের।

Advertisement

তবে সংস্থা বহু মহিলা রয়েছেন যারা নাকি পুরুষ সহকর্মীদের এহেন আচরণকে সমর্থন করেন বলেও অভিযোগ। বলা হয়েছে, চাকরিতে পদোন্নতির জন্যই সহকর্মীদের সঙ্গে যৌনতায় লিপ্ত হতেন ওই মহিলারা। যদিও এ প্রসঙ্গে টেসলার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

[আরও পড়ুন: EXCLUSIVE: ‘অসত্য ভাষণের দায়ে’ উলটে কি কোহলিকে শোকজ করতে চলেছে বোর্ড?]

পড়াশোনা শেষ করে টেসলায় যোগ দিয়েছিলেন বছর ১৮-র মিচালা কুরেন। যোগ দেওয়ার সপ্তাহ খানেকের মধ্যে যৌন হেনস্তার মুখে পড়তে হয়েছিল তাঁকে। লিখিত অভিযোগে মিচালা জানিয়েছেন, সংস্থার পুরুষ কর্মীরা তাঁর শারীরিক গঠন নিয়ে কুমন্তব্য করেছেন। রাত-বিরেতে সহকর্মীরা মেসেজ করে উত্যক্ত করত। এমনকী, ভিডিও কল-ও করা হত তাঁকে। টানা দু’মাস ধরে এই অত্যাচার সহ্য করেছেন মিচালা। পরে সংস্থার বিরুদ্ধে মামলা করেন তিনি।

একই ধরনের অভিযোগ করেছেন আরও ৫ জন মহিলা। মোট ৬টি অভিযোগের মধ্যে ৫টি জমা পড়েছে ফ্রিমন্ট ফ্যাক্টরি থেকে। আরেক জন ক্যালিফোর্নিয়ার সার্ভিস সেন্টারে কর্মরত মহিলা অভিযোগ দায়ের করেছেন। সবমিলিয়ে লাগাতার যৌন হেনস্তার অভিযোগ ঘিরে উত্তাল এলন মাস্কের টেসলা।

[আরও পড়ুন: বড়দিন ও বর্ষবরণে শিথিল রাজ্যের কোভিডবিধি, ৯ দিন থাকছে না রাত্রিকালীন নিষেধাজ্ঞা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement