সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিশোর ছাত্রদের সঙ্গে লাগাতার শারীরিক সম্পর্ক। কখনও কোনও অনুষ্ঠানের ছুতোয় বাড়িতে ডেকে শারীরিক মিলন তো কখনও আবার স্কুলের ক্লাসরুমেই মিলিত হয়েছেন ছাত্রদের সঙ্গে। কখনও নাবালকদের ভুলিয়ে ভালিয়ে সঙ্গম করেছেন তো কখনও রীতিমতো জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন স্কুল শিক্ষিকারা। একের পর এক এধরনের অভিযোগ সামনে আসতেই দু’দিনের মধ্যে ৬ শিক্ষিকাকে গ্রেপ্তার করল মার্কিন পুলিশ।
৩৮ বছরের স্কুল শিক্ষিকা এলেন শেলের বিরুদ্ধে ১৬ বছরের দুই ছাত্রকে অন্তত তিনবার ধর্ষণের অভিযোগ উঠেছে। তিনি উডলন এলিমেন্টারি স্কুলে শিক্ষিকার সহকারী হিসেবে কর্মরত ছিলেন। ধর্ষণের অভিযোগে গত বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়। স্কুলের তরফে অভিযুক্ত শিক্ষিকাকে ছুটিতে পাঠানো হয়েছে। গত কয়েকদিনে ছাত্রদের ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে ৬ শিক্ষিকা।
আর আরকানসাসের ৩২ বছরের শিক্ষিকা হেলদার হেরের বিরুদ্ধে ‘ফার্স্ট ডিগ্রি’ ধর্ষণের অভিযোগ উঠেছে। তাঁর এক কিশোর ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক রাখার অভিযোগ উঠেছে। ওকলাহোমার ২৬ বছরের শিক্ষিকা এমিলি হ্যানকককে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। তাঁর বিরুদ্ধেও ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক তৈরির অভিযোগ। এরকম একাধিক শিক্ষিকার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.