নিকারাগুয়াগামী বিমানকে জরুরি অবতরণ করানো হয় ফ্রান্সের মাটিতে। ছবি: সংগৃহীত।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই ঘটনা কি বাস্তবের ডাঙ্কির? ‘অবৈধ’ উপায়ে বিদেশে যেতে গিয়েই বিপত্তি? শুক্রবার ৩০৩ জন ভারতীয় যাত্রীকে নিয়ে নিকারাগুয়াগামী একটি বিমানকে ফ্রান্সের মাটিতে জরুরি অবতরণ করানো হয়। ‘মানব পাচার’ সন্দেহে বিমানটিকে আটকায় স্থানীয় প্রশাসন। শনিবার ওই বিমানের যাত্রী বেশ কয়েক জন নাবালক-সহ ১০ জন ভারতীয় ফ্রান্স প্রশাসনের কাছে সরকারি আশ্রয়ের জন্য আবেদন করেছে বলে জানা গিয়েছে।
দুবাই থেকে নিকারাগুয়াগামী চার্টার্ড বিমানটিকে ফ্রান্সের ভ্যাট্রি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছিল। তাতেই ৩০০ জন ভারতীয় ছিলেন বলে জানা গিয়েছে। বিষয়টি ফ্রান্সের ভারতীয় দূতাবাসে জানানো হয়েছিল। দূতাবাসের তরফে এই ঘটনাটি কেন্দ্র করে এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল, “ফ্রান্সের ওই বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন যে দুবাই থেকে নিকারাগুয়াগামী একটি বিমানকে ফরাসি বিমানবন্দরে আটক করা হয়েছে৷ খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় দূতাবাসের আধিকারিকরা। আমরা পরিস্থিতি তদন্ত করছি এবং যাত্রীদের সুস্থতাও নিশ্চিত করার সব রকম ব্যবস্থা নিয়েছি।”
রোমানিয়ার বিমান সংস্থার এয়ারবাস এ৩৪০ জেট বিমানটিতে রয়েছে ১১ জন সঙ্গীহীন নাবালক। এদের মধ্যে ৬ জন ফ্রান্স সরকারের কাছে আশ্রয়ের আবেদন করেছে। সূত্রের খবর, যাত্রীদের এখনও পর্যন্ত বিমানবন্দরের যাত্রী প্রতিক্ষালয়ে রাখা হয়েছে। শুক্রবারই ‘পাচারকারী’ সন্দেহে আটক করা হয়েছিল দুই ব্যক্তিকে। তাঁদের জেরা করা হচ্ছে। আরও ৪৮ ঘণ্টা হেফাজতে রাখা হবে তাঁদের। প্যারিসের ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, “ফ্রান্স সরকারের সঙ্গে কথা হচ্ছে। বিষয়টির দ্রুত নিষ্পত্তি করা হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.