Advertisement
Advertisement
US House of Representative

লাল ঝড়ের মধ্যেও গড় রক্ষা ‘ভারতীয়’দের, মার্কিন কংগ্রেসে নির্বাচিত ৬ ডেমোক্র্যাট

নতুন সাংসদ হয়েছেন ডেমোক্র্যাটের সুহাস সুব্রহ্মণম।

6 Indian origins elected in US House of Representative
Published by: Anwesha Adhikary
  • Posted:November 6, 2024 7:57 pm
  • Updated:November 6, 2024 7:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাল ঝড় উঠেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। সেনেট আর কংগ্রেস, দুটোই জিতে নিয়েছেন রিপাবলিকান প্রার্থীরা। বিপুল ভোটে জয় পেয়ে দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হচ্ছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। কিন্তু লাল ঝড়ের মধ্যেও নিজেদের আসন ধরে রেখেছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থীরা। সবমিলিয়ে মার্কিন আইনসভার নিম্নকক্ষে নির্বাচিত হয়েছেন ৬ জন ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী।

মার্কিন কংগ্রেসে আগামী দিনে দেখা যাবে ৬ জন ভারতীয় বংশোদ্ভূত সদস্যকে। তাঁরা প্রত্যেকেই কমলা হ্যারিসের দল ডেমোক্র্যাটের প্রতিনিধি। এই ৬ জনের মধ্যে পাঁচজনই টানা দ্বিতীয়বার নির্বাচনে নেমেছিলেন। তাঁরা প্রত্যেকেই জিতেছেন। সেই সঙ্গে নতুন সাংসদ হয়েছেন ডেমোক্র্যাটের সুহাস সুব্রহ্মণমও। পরিসংখ্যান বলছে, আমেরিকাজুড়ে নানা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন অন্তত ৩৬ জন ভারতীয় বংশোদ্ভূত মার্কিনরা।

Advertisement

ভারতীয় বংশোদ্ভূত সাংসদদের মধ্যে রয়েছেন রো খান্না। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রার্থী ২০১৬ সাল থেকে টানা নির্বাচিত হয়েছেন তিনি। বেশ কয়েকটি কমিটিতেও রয়েছেন। ২০২২ সাল থেকে মিশিগান আসনের ডেমোক্র্যাট সাংসদ শ্রী থানেদারও ফের নির্বাচিত হয়েছেন। ২০১৬ সাল থেকে টানা নির্বাচিত হয়েছেন ইলিনয়ের ডেমোক্র্যাট সাংসদ রাজা কৃষ্ণমূর্তি। ২০১২ সাল থেকে টানা সাংসদ নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাটের অ্যামি বেরা। এবারের নির্বাচনেও জিতেছেন তিনি। মার্কিন কংগ্রেসে সবচেয়ে বেশি সময় ধরে প্রতিনিধিত্ব করা ভারতীয় বংশোদ্ভূত হিসাবে নজির গড়লেন অ্যামি। ওয়াশিংটনের ডেমোক্র্যাট সাংসদ প্রমীলা জয়পালও জিতেছেন।

উল্লেখ্য, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি সেনেট ও হাউস অফ রিপ্রেজেন্টেটিভসেও ভোটযুদ্ধ হয়। এবছর ১০০ আসনবিশিষ্ট সেনেটের ৩৪টিতে ভোট হয়। অন্যদিকে নিম্নকক্ষের ৪৩৫ আসনেই লড়াই ছিল। নেটে ট্রাম্পের দলের আসনসংখ্যা ৪৯ থেকে বেড়ে দাঁড়ায় ৫২তে। শেষ পাওয়া খবর মোতাবেক ডেমোক্র্যাটদের ঝুলিতে রয়েছে ৪২টি আসন। অন্যদিকে, নিম্নকক্ষের ১৯৮টি আসন পেয়েছেন রিপাবলিকানরা। ডেমোক্র্যাটরা জয় পেয়েছেন ১৮০ আসনে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement