সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিটেনের (Great Britain) রাস্তায় হামলা বন্দুকবাজের। এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারালেন পাঁচজন। তবে মৃত্যু হয়েছে বন্দুকবাজের। আর এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মনে। তবে বন্দুকবাজের পরিচয় এখনও সামনে আসেনি। কোনও সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত কি না তাও জানা যায়নি।
জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের (England) প্লাইমাউথ এলাকায় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। এক প্রত্যক্ষদর্শীর বয়ানে, স্থানীয় এলাকার একটি বাড়িতে আচমকাই ঢুকে পড়ে ওই বন্দুকবাজ। এরপরই ওই বাড়ির এক মহিলা এবং তাঁর পাঁচ বছরের কন্যাকে গুলি করে পালিয়ে যায়। পরবর্তীতে রাস্তায় কুকুর নিয়ে হাঁটতে থাকা দু’জনকেও গুলি করে সে। পরবর্তীতে আরও এক মহিলাকে গুলি করে ওই বন্দুকবাজ। পরবর্তীতে ওই বন্দুকবাজেরও মৃতদেহ উদ্ধার হয়। তবে পুলিশের গুলিতে মৃত্যু নাকি, সে নিজেই আত্মহত্যা করেছে, তা এখনও স্পষ্ট নয়।
ডেভন অ্যান্ড কর্নওয়েল পুলিশের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনায় দুই মহিলা এবং তিনজন পুরুষের মৃত্যু হয়েছে। এছাড়া বন্দুকবাজও মারা গিয়েছে। এই ঘটনায় টুইটে শোকপ্রকাশ করেছেন হোম সেক্রেটারি প্রীতি প্যাটেল। তবে ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Tweet 1 of 4
Police were called to a serious firearms incident in Biddick Drive, in the Keyham area of Plymouth at around 6.10pm today [Thursday 12 August].
Officers and ambulance staff attended. pic.twitter.com/3MRMAZkbIZ— Devon & Cornwall Police (@DC_Police) August 12, 2021
The incident in Plymouth is shocking and my thoughts are with those affected.
I have spoken to the Chief Constable and offered my full support.
I urge everyone to remain calm, follow police advice and allow our emergency services to get on with their jobs.
— Priti Patel (@pritipatel) August 12, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.