Advertisement
Advertisement
Diana

২৬ বছর পর প্রকাশ্যে ডায়নার ৬ ঘণ্টার টেপ!

১৯৯৭ সালের ৩১ আগস্ট মৃত্যু হয় লেডি ডায়নার।

6 additional hours of Princess Diana's interview about royal family discovered। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 1, 2023 3:24 pm
  • Updated:August 1, 2023 3:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৯৭ সালে এক আকস্মিক দুর্ঘটনায় তিনি প্রয়াত হলেও আজও বাকিংহাম প্যালেসে তাঁর অনিবার্য ‘ছায়া’ উপস্থিতি। তিনি লেডি ডায়না (Lady Diana)। চার্লসের প্রাক্তন ও প্রয়াত স্ত্রী। নতুন করে ফের শিরোনামে তিনি। ব্রিটিশ রাজপরিবার সংক্রান্ত গবেষক সাংবাদিক কিন্সলে স্কফিল্ডের দাবি, ডায়নার সাক্ষাৎকারের একটি ৬ ঘণ্টার অতিরিক্ত টেপ পাওয়া গিয়েছে। স্বাভাবিক ভাবেই জল্পনা তুঙ্গে, তাতে কি এমন কিছু রয়েছে যা বাকিংহাম প্যালেসের কোনও গোপন রহস্যকে তুলে ধরবে?

আজ থেকে প্রায় ২৬ বছর আগে ১৯৯৭ সালের ৩১ আগস্ট মারা যান ডায়না। কিন্তু এত বছরেও তাঁর উপর থেকে রহস্যের কুয়াশা সরেনি। এই পরিস্থিতিতে নয়া টেপ ঘিরে শোরগোল। আত্মজীবনীকার অ্যান্ড্রু মর্টনকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছিলেন ডায়না। সেই সাক্ষাৎকারেরই নতুন ৬ ঘণ্টার টেপ পাওয়া গিয়েছে। কী রয়েছে ওই টেপে? স্কফিল্ডের দাবি, ”পরিবারের সঙ্গে ডায়নার সম্পর্কে অনেক কিছু রয়েছে ওই টেপে।”

Advertisement

[আরও পড়ুন: ঋণ দেবেন চিনা ব্যাংক কর্তা! রাজস্থানে বসে কলকাতায় ফাঁদ, তদন্তে লালবাজার]

প্রসঙ্গত, পাপারাৎজিদের হাত থেকে বাঁচতে দ্রুতবেগে গাড়ি চলার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে প্যারিসের একটি টানেলেই দুর্ঘটনার শিকার হন যুবরানি। ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁর দেহরক্ষী ও চালক। শোনা যায়, ডায়নার খুব রাগ ছিল অভিজাত বংশের প্রতি। অনেক কথাই প্রকাশ্যে বলে দিতে চাইতেন তিনি। এখন জল্পনা, তেমন কিছু রয়ে গিয়েছে ৬ ঘণ্টার ওই টেপে? আপাতত সেই উত্তরই জানতে মুখিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: ‘ছেড়ে দিন, বাড়ি যাব’, সামান্য সুস্থ হতেই চিকিৎসকদের কাছে ‘আবদার’ বুদ্ধদেব ভট্টাচার্যর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement