Advertisement
Advertisement

Breaking News

Brazil

বন্যায় বিধ্বস্ত ব্রাজিল, ঘরছাড়া ৭০ হাজার! মৃত অন্তত ৫৭

৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ব্রাজিল।

57 killed after heavy rains in Brazil
Published by: Biswadip Dey
  • Posted:May 5, 2024 1:49 pm
  • Updated:May 5, 2024 2:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বন্যার কবলে ব্রাজিল। প্রাকৃতিক বিপর্যয়ে ঘরছাড়া প্রায় ৭০ হাজার মানুষ। প্রাণ হারিয়েছেন অন্তত ৫৭। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আহত ৭৪। খোঁজ নেই ৭০ জনের। অন্তত ৪৯৭টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সেদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর পোর্তো আলেগ্রের অবস্থা অত্যন্ত খারাপ। বলা হচ্ছে, গত ৮০ বছরের মধ্যে এটাই ব্রাজিলের সবচেয়ে ভয়াবহ বন্যা।

নেট ভুবনে ছড়িয়ে পড়েছে বন্যার ছবি। ব্রাজিলের বহু শহরের রাস্তা নদীতে পরিণত হয়েছে। ভেঙে গিয়েছে বহু সেতু ও পথ। নেমেছে ভূমিধস। এক অঞ্চলে একটি বাঁধের একাংশও বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আরও একটি বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেখানকার নাগরিকদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কুরসি পেয়েও মনমোহনকে দিয়ে দেন সোনিয়া! আত্মত্যাগ নাকি রাজনৈতিক চাল?]

আরও একদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে ব্রাজিলের উত্তর ও উত্তরপূর্ব অঞ্চলে। তবে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করায় আশঙ্কা কমেছে। ঘরছাড়াদের নিরাপদ স্থানে সরানো হচ্ছে। সেই সঙ্গে বন্যায় ডুবে থাকা এলাকায় আরও কেউ আটকে রয়েছেন কিনা খতিয়ে দেখা হচ্ছে। 

[আরও পড়ুন: ‘শাহেনশা’ বাবু সেজে থাকেন অথচ ‘শাহজাদা’ বলেন আমার ভাইকে: মোদিকে কটাক্ষ প্রিয়াঙ্কার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement