Advertisement
Advertisement

Breaking News

King Charles

চার্লসের রাজ্যাভিষেকে রাজতন্ত্র বিরোধী স্লোগানে উত্তাল লন্ডন! গ্রেপ্তার ৫২

‘জনতার রানি’ মেগানের পক্ষ নিয়েই প্রতিবাদে সরব রাজতন্ত্র বিরোধীরা।

52 anti-monarchy protesters arrested during King Charles’ coronation। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:May 7, 2023 12:33 pm
  • Updated:May 7, 2023 12:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজা তৃতীয় চার্লসের (King Charles) রাজ্যাভিষেকের দিনই উঠল রাজতন্ত্র বিরোধী স্লোগান। গ্রেপ্তার করা হল ৫২ জনকে। এর মধ্যে রয়েছেন রাজতন্ত্র বিরোধী দল রিপাবলিকের নেতা গ্রাহাম স্মিথও। যদিও দলটির দাবি, বিক্ষোভ প্রদর্শনের আগেই গ্রাহামকে আটক করেছিল পুলিশ। যদিও পুলিশ এখনও পর্যন্ত স্বীকারই করেনি গ্রাহামের গ্রেপ্তারির বিষয়টি।

ব্রিটেন পুলিশ জানিয়েছে, আগে থেকেই খবর ছিল চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠান বিঘ্ন ঘটানোর পরিকল্পনা করা হচ্ছে। তাই গত ২৪ ঘণ্টা ধরেই লাগাতার তল্লাশি চালিয়ে গিয়েছে তারা। এই পরিস্থিতিতে রিপাবলিকের প্রতিবাদকারীদের অবশ্য বক্তব্য, এর ফলে উলটে তাদেরই জনপ্রিয়তা বেড়ে গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: কর্ণাটকের সর্বশেষ জনমত সমীক্ষায় কঠিন লড়াইয়ের ইঙ্গিত, কে এগিয়ে?]

এদিকে রাজতন্ত্র বিরোধীদের আন্দোলনের পাশাপাশি রাজকুমার হ্যারি (Prince Harry) ও ডাচেস অব সাসেক্স মেগান মার্কলের (Meghan Markle) অনুপস্থিতি নিয়ে ওঠা প্রশ্নেও অস্বস্তিতে নতুন রাজা। ‘জনতার রানি’ মেগানের পক্ষ নিয়েই প্রতিবাদে সরব রাজতন্ত্র বিরোধীরা। চার্লসের নাতি অর্থাৎ মেগানের দুই সন্তান প্রিন্স আর্চি ও প্রিন্সেস লিলিবেটকেও রাজ্যাভিষেকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গিয়েছে। যদিও রাজপরিবারের বিবৃতি, রাজ্যাভিষেকের দিনটি আর্চির চতুর্থ জন্মদিনে পড়েছে। সেই কারণে সে অনুপস্থিত। এর মধ্যেই রাজতন্ত্র বিরোধীরা প্রতিবাদে নামে। তাঁদের হাতে ছিল মেগানের পক্ষে পোস্টার। যেখানে তাঁকে ‘জনতার রানি’ বলে উল্লেখ করা হয়। অন্যদিকে চার্লসের বিরোধিতায় স্লোগান দেন বিক্ষোভকারীরা।

[আরও পড়ুন: থমথমে মণিপুর, বিজেপিশাসিত মণিপুরে রাষ্ট্রপতি শাসনের দাবি কংগ্রেসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement