সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর সিরিয়ায় ৫১ জন আইএস জঙ্গিকে নিকেশ করল তুর্কিশ সেনা। শনিবার একটি বিবৃতিতে এই খবরের সত্যতা স্বীকার করেছে তুর্কিশ সেনাবাহিনী। গত পাঁচ মাস ধরে উত্তর সিরিয়া-তুরস্ত সীমান্ত লাগোয়া শহর আল-বাব অভিযান চালাচ্ছিল বলে জানা গিয়েছে। গত বেশ কিছু সপ্তাহ ধরে আইএসের দখলে থাকা এই শহর চারদিক থেকে ঘিরে ফেলেছিল তুর্কিশ সেনা।
নিহত ৫১ জনের মধ্যে চারজন এরিয়া কমান্ডার ছিল বলে সেনা সূত্রে খবর। জঙ্গিনিকেশ ছাড়াও আল-বাব ও জাগাহ অঞ্চলের ৫৬টি জঙ্গিঘাঁটি এবং তিনটি কমান্ড কন্ট্রোল সেন্টার গুঁড়িয়ে দিয়েছে তুর্কিশ বায়ুসেনার যুদ্ধবিমান। সূত্রের খবর, যৌথবাহিনীর বিমানহানায় ওই শহরে অবস্থিত জঙ্গিদের দুটি ঘাঁটি এবং সাঁজোয়া গাড়ি ধ্বংস করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.