Advertisement
Advertisement
Pakistan

‘রাফালে ৫টা হোক বা ৫০০, আমরা তৈরি’, ভারতকে হুমকি পাকিস্তানি সেনা আধিকারিকের

চিনের উসকানিতেই বাড়াবাড়ি করছে পাকিস্তান, মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের।

5 Rafales or 500, Pakistan is 'absolutely ready' for India: DG ISPR

মেজর জেনারেল বাবর ইফতিকার

Published by: Soumya Mukherjee
  • Posted:August 14, 2020 12:11 pm
  • Updated:August 14, 2020 4:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্রান্স থেকে ৫টা রাফালে বিমান ভারতে আসার পরই চিন্তা বেড়েছে পাকিস্তানের। যদিও তা কোনওভাবে প্রকাশ করতে চাইছে না তারা। উলটে বীরত্ব দেখানোর চেষ্টা করছে। বৃহস্পতিবার সেই একই পথে হাঁটল পাকিস্তান সেনার মিডিয়া উইংয়ের প্রধান মেজর জেনারেল বাবর ইফতিকার। ভারতের অস্ত্রভাণ্ডারে রাফালে অন্তর্ভুক্ত হওয়ায় তারা যে ভয় পাচ্ছে না তা বোঝানোর চেষ্টা করল।

বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে অংশ নিয়ে পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনসের ডিরেক্টর জেনারেল (ISPR) বাবর ইফতিকার (Babar Iftikhar) বলেন, ‘যেভাবে ফ্রান্স থেকে পাঁচটি রাফালে (Rafale) নিয়ে আসা হল তাতে ভারত যে নিরাপত্তাহীনতায় ভুগছে তা পরিষ্কার হয়ে গিয়েছে। আতঙ্কিত হওয়ার জেরে তারা নিজেদের দেশের প্রতিরক্ষা খাতের খরচও অনেক বাড়িয়েছে। তবে ভারত পাঁচটা রাফালে নিয়ে আসুক বা ৫০০টা, পাকিস্তান সবসময় তাদের জন্য প্রস্তুত রয়েছে। ভারতের কাছে রাফালে থাকায় আমরা কোনওভাবেই ভীত নই।’

Advertisement

[আরও পড়ুন: এখনও চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালই হয়নি! রাশিয়ার ভ্যাকসিন নিয়ে বিস্ফোরক WHO ]

এরপরই কিছুটা কটাক্ষের সুরে তিনি বলেন, ‘যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার মতো ক্ষমতা রয়েছে পাকিস্তানের সেনার। তাই ভারতের এই পদক্ষেপে আমরা চিন্তিত নই। বরং লাদাখে চিনের সঙ্গে সংঘর্ষের পর থেকে ভারতই নিরাপত্তাহীনতায় ভুগছে। লাদাখে তারা যত সেনা মোতায়েন করেছে তাতে বিশ্বের মধ্যে প্রতিরক্ষা খাতে সবথেকে বেশি খরচ হচ্ছে। আমরা সেই ভুল করব না। আমাদের কাছে যা অস্ত্র রয়েছে তাতে এভাবে খরচ করার কোনও দরকারই নেই আমাদের।’

[আরও পড়ুন: স্কুল খুলতেই আমেরিকায় করোনা আক্রান্ত এক লক্ষ পড়ুয়া, প্রশ্নের মুখে ট্রাম্পের সিদ্ধান্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement