Advertisement
Advertisement

দশম শ্রেণির গণ্ডি না টপকেই পাইলট! প্রকাশ্যে পাক বিমান পরিষেবার দুরবস্থা

অবাক শীর্ষ আদালতের বিচারপতিরাও৷

 5 Pilots of PIA Have Not Even Passed Matric
Published by: Tanujit Das
  • Posted:December 31, 2018 3:43 pm
  • Updated:December 31, 2018 3:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবাক কাণ্ড! দশম শ্রেণির গণ্ডি না টপকেই এতদিন বিমান চালাচ্ছিল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের পাঁচ চালক৷ পাক সুপ্রিম কোর্টে পেশ করা পিআইএ-এর এই তথ্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে আন্তর্জাতিক মহলে৷ দেশের বিমান পরিষেবার এই দুর্দশা দেখে অবাক শীর্ষ আদালতের বিচারপতিরাও৷ তাঁরা জানালেন, দশম শ্রেণির গণ্ডি না পেড়িয়ে কেউ বাস পর্যন্ত চালাতে পারে না। আর এত মানুষের জীবন বিপন্ন করে এরা বিমান চালাচ্ছে৷

[ট্রাম্পের অস্বস্তি বাড়িয়ে বর্ষশেষে সাংবাদিকতার পক্ষে সওয়াল করবে টাইমস স্কোয়্যার]

Advertisement

সেদেশের অসামরিক বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা পিআইএ-র বিমানচালক ও কর্মীদের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছে পাক সুপ্রিম কোর্টে৷ সম্প্রতি সেই মামলারই শুনানি হয় শীর্ষ আদালতের প্রধান বিচারপতি শাকিব নিসারের নেতৃত্বাধীন বেঞ্চে। সেখানে একাধিক অভিযোগ করে পিআইএ৷ কর্তৃপক্ষ জানায়, পাক এডুকেশনাল বোর্ড ও বিশ্ববিদ্যালয়গুলি বিমানচালকদের শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের বিষয়ে তাদের সঙ্গে যথাযথ সহযোগিতা করছে না। কোনওক্রমে সাতজন বিমানচালকের শিক্ষাগত যোগ্যতার নথি জোগাড় করতে পেরেছেন তাঁরা৷ জানতে পেরেছেন এই সাতজনের মধ্যে পাঁচ জন দশম শ্রেণির গণ্ডি না টপকেই বিমান চালাচ্ছে৷ এছাড়া আরও ৫০ জন কর্মী তাদের শিক্ষাগত যোগ্যতার নথি পেশ করতে পারেনি৷ ফলে তাদেরও সাসপেন্ড করা হয়েছে৷

[দাম্পত্য জীবনে বিরক্ত, স্বামীকে অনলাইনে বিক্রির জন্য বিজ্ঞাপন মহিলার!]

বেশ কয়েক বছর ধরেই লোকসানে চলছে পিআইএ৷ গত জুন মাস পর্যন্ত লোকসানের মাত্রা দাঁড়িয়েছে ৩৬ হাজার কোটি টাকা৷ ধুঁকতে থাকা বিমান পরিষেবা সংস্থাকে চাঙ্গা করতে তৎপর হয়েছে ইমরান খানের সরকার৷ পিআইএ-র জন্য সম্প্রতি ১৭০০ কোটি টাকা বরাদ্দ করে পাক সরকার৷ পাশাপাশি, সুপ্রিম কোর্টে মামলা দায়ের হওয়ার সেদেশের বিমানসংস্থার কর্মী ও পাইলটদের শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের কাজ শুরু হয়৷ সেই রিপোর্টই পেশ হয় শীর্ষ আদালতে প্রধান বিচারপতির সামনে৷ যা দেখে চক্ষু চড়কগাছ সকলের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement