Advertisement
Advertisement

Breaking News

Canada

এবার বন্দুকবাজের হামলায় রক্তাক্ত কানাডা! গুলিবিদ্ধ হয়ে মৃত তিন শিশু-সহ ৫

নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছে দুষ্কৃতী!

5 including 3 children shot dead in a Canada City | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Kishore Ghosh
  • Posted:October 25, 2023 10:27 am
  • Updated:October 25, 2023 10:32 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জেরে ভয়াবহ হত্যাকাণ্ড কানাডায় (Canada)। বুধবার এক বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে তিন শিশু-সহ ৫ জনের। উত্তর অন্টারিও (Ontario) শহরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য জড়িয়েছে। পুলিশের অনুমান, অন্তরঙ্গ সম্পর্কের সংঘাতের জেরেই কাছাকাছি এলাকার দুই বাড়িতে হামলা চালায় ওই দুষ্কৃতী। শেষে নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছে সে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ ট্যানক্রেড স্ট্রিট পাশাপাশি দুটি বাড়িতে গুলি চলেছে। তাতেই মৃত্যু হয়েছে ৬, ৭ , ১২ বছরের তিন শিশু এবং ৪১ বছরের এক জনের। ওই এলাকা থেকে পুলিশের কাছে প্রথম ফোনটি আসে রাত দশটা বেজে কুড়ি মিনিট নাগাদ। ঘটনাস্থলে গিয়ে তিন শিশু এবং একচল্লিশ বছরের ব্যক্তির দেহ উদ্ধার করেন স্থানীয় পুলিশকর্মীরা। পাশের একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৪৪ বছরের এক জনের দেহ। তিনিও একইভাবে গুলিবিদ্ধ হলেও আত্মঘাতী বলেই জানিয়েছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: একাধিক মামলার শুনানির দিনেই দুর্নীতিকাণ্ডে সাজা স্থগিত নওয়াজ শরিফের]

তদন্ত সূত্রে জানা গিয়েছে, কাছাকাছি দুই এলাকা থেকে দেহ উদ্ধার হলেও এই ঘটনা একসূত্রে বাঁধা। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জেরেই হত্যাকাণ্ড চালায় দুষ্কৃতী। শেষে নিজে আত্মঘাতী হয়। বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: আমেরিকা যাচ্ছেন চিনের বিদেশমন্ত্রী, গলবে কি সম্পর্কের বরফ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement