Advertisement
Advertisement

Breaking News

US shooting

ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা, ১ পুলিশ অফিসার-সহ মৃত ৫

অভিযুক্ত শ্বেতাঙ্গ কিশোরকে আটক করেছে পুলিশ।

5 dead in shooting in North Carolina, accused gunman contained। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 14, 2022 8:58 am
  • Updated:October 14, 2022 9:00 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বন্দুকবাজের হামলা আমেরিকায় (US)। মৃত্যু হল এক পুলিশ অফিসার-সহ ৫ জনের। উত্তর ক্যারোলিনার (North Carolina) ওই ঘটনায় সন্দেহভাজন এক শ্বেতাঙ্গ কিশোর। তার সঙ্গে একটি বড় বন্দুক ছিল বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে জানা যায়, পুলিশ তল্লাশি চালালেও অধরাই সন্দেহভাজন অভিযুক্ত। পরে অবশ্য টুইট করে জানানো হয় তাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শুরু হওয়া ওই হামলায় দ্রুত ঘটনাস্থলে চলে আসে পুলিশ। পুলিশের তরফে সকলকে নিজেদের ঘরেই থাকতে বলা হয়। তারপর এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। এরপরই অভিযুক্তকে কোণঠাসা করে ফেলে পুলিশ। পরে তাকে আটক করা হয়। উত্তর ক্যারোলিনার গভর্নর রয় কুপার জানিয়েছেন, তিনি মেয়রের সঙ্গে কথা বলার পরই দ্রুত এই বিষয়ে পদক্ষেপ করার নির্দেশ দেন। ঘটনায় ৫ জনের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: কংগ্রেস সভাপতি নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ শশীর, পরিস্থিতি সামলাতে সুর নরম খাড়গের]

গত কয়েক বছরে আমেরিকায় ক্রমেই বেড়েছে বন্দুকবাজের হামলা। কয়েক দিন আগেই ক্যালিফোর্নিয়ায় একটি স্কুলে শিশুদের টার্গেট করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। স্বাভাবিক ভাবেই এই ধরনের ঘটনায় চাপ বেড়েছে বাইডেন প্রশাসনের উপরে। ক্রমশ কঠিন হয়েছে পরিস্থিতি। যেন তেন প্রকারেণ এই ধরনের হামলার হাত থেকে মুক্তি পেতে মরিয়া সাধারণ মার্কিন নাগরিকরা। এই ধরনের ঘটনা রুখতে একাধিক পদক্ষেপও করা হয়েছে। তবুও থামছে না এই ধরনের নারকীয় হামলা। আমেরিকায় ১৮ বছর বয়স হলেই বন্দুক কিনতে পারেন সাধারণ মানুষ। কিন্তু গত কয়েক সপ্তাহে বারবার বন্দুকবাজের হামলার ঘটনায় ক্রমশ কঠিন হয়েছে পরিস্থিতি। যেন তেন প্রকারেণ এই ধরনের হামলার হাত থেকে মুক্তি পেতে মরিয়া সাধারণ মার্কিন নাগরিকরা। 

[আরও পড়ুন: ভিনরাজ্যে মাফিয়াকে ধরতে গিয়ে বিজেপি নেতার স্ত্রীকে ‘খুন’, অস্বস্তিতে যোগীর পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement