Advertisement
Advertisement

কানাডার মসজিদে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে নিহত ৫

হামলা চালায় অন্তত তিন বন্দুকবাজ...

5 dead after gunmen opened fire in a Quebec City mosque during evening prayers
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 30, 2017 3:58 am
  • Updated:January 30, 2017 4:03 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাডার কিউবেক শহরের একটি মসজিদে ঢুকে তিন সশস্ত্র দুষ্কৃতীর এলোপাথাড়ি গুলিতে নিহত অন্তত ৫, খবর সংবাদ সংস্থা রয়টার্সের৷ এই ঘটনায় হতাশা ব্যক্ত করেছেন মসজিদের প্রেসিডেন্ট মহম্মদ ইয়াংগুই৷ এই ঘটনায় এখনও পর্যন্ত দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ টুইটারে ঘটনার তীব্র নিন্দা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো৷

তিনি জানিয়েছেন, কিউবেক শহরের ইসলামিক কালচার সেন্টারে ঢুকে তিন বন্দুকবাজ লাগাতার গুলিবর্ষণ করতে থাকে৷  মসজিদে সেই সময় অন্তত ৪০ জন উপস্থিত ছিলেন, বিকেলের প্রার্থনা চলছিল৷  গুলির আঘাতে প্রাণ হারান পাঁচ জন, আহত অনেকে৷  আহতদের সংখ্যা এখনও স্পষ্টভাবে জানা যায়নি৷  পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে৷  মসজিদের চারপাশে নিরাপত্তার ঘেরাটোপ তৈরি করা হয়েছে৷  ঘটনার তদন্ত শুরু হয়েছে৷

ওয়াকিবহাল মহলের দাবি, কিউবেক শহরে মুসলিমদের উপর হামলার ঘটনা নতুন নয়৷  অতীতে এই শহরের ‘ইসলামফোবিয়া’র ইঙ্গিত মিলেছে৷  মুসলিম মহিলাদের মুখ ঢেকে রাখা নিয়ে এর আগেও সরগরম হয়েছে এই শহর৷  কাছেই আরেকটি মসজিদে ২০১৫ সালে আগুন ধরিয়ে দেওয়া হয়৷  প্যারিসে আত্মঘাতী হামলার পরদিনই সেই অপ্রীতিকর ঘটনার সাক্ষী ছিল অন্টারিও প্রদেশ৷ কিউবেক হল কানাডার অন্টারিও প্রদেশের পর সবচেয়ে জনবহুল প্রদেশ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement