Advertisement
Advertisement

Breaking News

Ukraine-Russia Conflict

শান্তি সম্ভাবনা রসাতলে, ইউক্রেনে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, মৃত কমপক্ষে ৪১

রুশ হামলার কথা জানিয়েছেন খোদ জেলেনস্কি।

41 Killed In Ukraine after Russia Launches Two Ballistic Missiles
Published by: Kishore Ghosh
  • Posted:September 3, 2024 5:27 pm
  • Updated:September 3, 2024 6:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শান্তির সম্ভাবনা রসাতলে। জোড়া ব্যালেস্টিক মিশাইল হামলা চালাল রুশ সেনা। এর ফলে ইউক্রেনের পোল্টাভায় মৃত্যু হয়েছে ৪১ জনের। রুশ হামলার কথা জানিয়েছেন খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের মাটিতে রুশ হামলা কথা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন জেলেনস্কি। তিনি সোশাল মিডিয়ায় লেখেন, “পোল্টাভায় রুশ হামলার প্রাথমিক রিপোর্ট পেয়েছি আমি। থবর অনুযায়ী দুটি ব্যালিস্টিক মিশাইল আছড়ে পড়েছে সেখানে। একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং পার্শ্ববর্তী একটি হাসপাতালকে নিশানা করা হয়েছিল। একটি টেলিকমিউনিকেশন ইনস্টিটিউটকে ধ্বংস করা হয়েছে।”

Advertisement

 

[আরও পড়ুন: দূষিত জল খেয়ে নয়ডায় অসুস্থ শতাধিক! হাসপাতালে আশঙ্কাজনক শিশুরাও]

জেলেনস্কি আরও জানিয়েছেন, ধ্বংস্তূপের নিচে অনেকে আটকে আছে বলে মনে করা হচ্ছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে ৪১ জনের। আহত হয়েছেন কমপক্ষে ১৮০ জন। উদ্ধারকাজ শুরু করেছে জেলেনস্কির প্রশাসন। ইতিমধ্যে অনেককেই উদ্ধার করা হয়েছে বলে খবর। সোশাল মিডিয়ার বার্তায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

 

[আরও পড়ুন: অবসরের পরে রায়দান? সুপ্রিম নজরে হাই কোর্টের বিচারপতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement