সুকুমার সরকার, ঢাকা: সপ্তমীর সকালেই বাংলাদেশের পাশাপশি দুটি জেলায় এলিট ফোর্স র্যাবের সঙ্গে গুলি বিনিময়ে ৪ জঙ্গি নিহত হয়েছে। শনিবার সকালে গাজীপুর সদর উপজেলার হারিনাল ও টাঙ্গাইল সদরের কাগমারিতে জঙ্গি আস্তানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা অভিযানে নামলে গুলি বিনিময় ঘটে। এতে গাজীপুরে দুই জন এবং টাঙ্গাইলে দুই জঙ্গি নিহত হয়।
গোপনে খবর পেয়ে শনিবার ভোরে গাজীপুরের হরিনালে আতাউর রহমানের বাড়ি ঘিরে রাখে র্যাব। পরে সকাল সাড়ে ৯ টারদিকে অভিযান শুরু হয়। এদিন সকালেই টাঙ্গাইল সদর উপজেলার কাগমারি আজহার মুন্সির বাড়িতে র্যাবের সঙ্গে গুলি বিনিময়ে দুই জঙ্গি নিহত হয়।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল অতিরিক্ত কমিশনার ছানোয়ার হোসেন জানান, নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডারসহ কয়েকজন ওই বাড়িতে রয়েছে- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.