Advertisement
Advertisement

Breaking News

বাংলাদেশে গুলির লড়াই, খতম ৪ সন্দেহভাজন জঙ্গি 

পুলিশ আধিকারিক মিজানুর রহমান তালুকদার হত্যায় জড়িত ছিল তারা।

4 suspected terrorists killed in Bangladesh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 26, 2017 8:44 am
  • Updated:July 26, 2017 8:44 am  

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশ জুড়ে চলা জঙ্গিদমন অভিযানে আরও একধাপ এগিয়ে গেল নিরাপত্তাবাহিনী। বুধবার দু’টি পৃথক ঘটনায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয় চার সন্দেহভাজন জঙ্গি। নিহতদের মধ্যে দু’জন পুলিশ আধিকারিক মিজানুর রহমান তালুকদার হত্যায় অভিযুক্ত।

[জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল বাংলাদেশ]

Advertisement

পুলিশ সূত্রে খবর, এদিন ভোর রাতে রাজধানী ঢাকার রূপনগর এলাকায় সন্দেহভাজন জঙ্গিদের ডেরার হদিস পায় পুলিশ। ঘিরে ফেলা হয় জঙ্গিদের। আত্মসমর্পণ করতে বলা হলে পুলিশের উদ্দেশ্যে গুলি চালায় তারা। শুরু হয় গুলির লড়াই। বেশ কিছুক্ষণ লড়াই চলার পর নিকেশ হয় দুই জঙ্গি। উল্লেখ্য, এএসপি মিজানুর রহমান তালুকদার হত্যায় জড়িত ছিল ওই দুই জঙ্গিরা। জুন মাসের ২১ তারিখ বাড়ি থেকে কাজে যাওয়ার পথে ওই পুলিশ আধিকারিককে শ্বাসরুদ্ধ করে হত্যা করে দুষ্কৃতীরা। অন্যদিকে, এদিন ভোর রাতে কুষ্টিয়া পৌরসভা ও ভেড়ামারা উপজেলায় পুলিশের সঙ্গে পৃথক লড়াইয়ে নিহত হয় দুই সন্দেহভাজন জঙ্গি।

[যথেষ্ট শিক্ষা হয়েছে! আর কোনওদিন ‘বাংলাদেশের পরিচারিকা’ নিয়োগ করবে না এই শহর]

উল্লেখ্য, মঙ্গলবার রাজধানী ঢাকার আফতাবনগর এলাকা থেকে জেহাদি সংগঠন নব্য জেএমবির তিন সদস্যকে আটক করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিদের ডেরায় হানা দিয়ে ওই জেহাদিদের পাকড়াও করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক মুফতি মাহমুদ খান। তিনি আরও জানান, গ্রেফতার জঙ্গিরা নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় সদস্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement