Advertisement
Advertisement

Breaking News

মার্কিন মুলুকে ফের তাণ্ডব, নিউ ইয়র্কে ৪ জনকে কুপিয়ে খুন আততায়ীর

মৃতদের মধ্যে রয়েছে দুই শিশু।

4 stabbed to death in New York | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Anwesha Adhikary
  • Posted:December 4, 2023 12:26 pm
  • Updated:December 4, 2023 1:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাস নিউ ইয়র্কে (New York) ছুরি নিয়ে হামলা। পরপর চার জনকে কুপিয়ে খুন করল এক ব্যক্তি। প্রকাশ্য রাস্তায় এমন ভয়াবহ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছে দুই শিশু। আহত হয়েছেন আরও তিনজন। প্রাথমিকভাবে অনুমান, পারিবারিক দ্বন্দ্বের কারণেই ছুরি নিয়ে হামলা চালিয়েছে ওই ব্যক্তি। দুই পুলিশকর্মীকেও ছুরির কোপ দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে পুলিশের গুলিতেই আততায়ীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। 

ঠিক কী ঘটেছে আমেরিকার (USA) অন্যতম গুরুত্বপূর্ণ শহরে? পুলিশ সূত্রে খবর, স্থানীয় সময় সকাল পাঁচটা নাগাদ ফোন করে এক কিশোরী জানায় যে তার এক আত্মীয় এসে পরিবারের সদস্যদের খুন করছে। সেই খবর পেয়েই ঘটনাস্থলের দিকে এগিয়ে যান টহলদার পুলিশরা। ছুরি হাতে ওই ব্যক্তিকে দেখেই এগিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে যান। সঙ্গে সঙ্গে ছুরির কোপ দিয়ে পালাতে যায় আততায়ী। তবে গুলি চালিয়ে তাকে নিকেশ করেন এক পুলিশকর্মী। 

Advertisement

[আরও পড়ুন: মিজোরামে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলল ZPM, গদিচ্যুত জোরামথাঙ্গা, বিজেপি-কংগ্রেস নামমাত্র]

এই ঘটনার পরেই রক্তাক্ত অবস্থায় ১১ বছর বয়সি বালিকাকে রাস্তায় পড়ে থাকতে দেখেন তাঁরা। বাড়ির মধ্যে ঢুকে আরও চারজনের রক্তাক্ত দেহ মেলে। সকলকে হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মধ্যে তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন এক প্রৌঢ়া। জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছে ১২ বছরের এক বালক, ৪৪ বছরের মহিলা ও ৩০ বছর বয়সি এক ব্যক্তি। 

পুলিশের গুলিতে নিকেশ হয়েছে আততায়ীও। জানা গিয়েছে, আততায়ীর নাম কোর্টনি গর্ডন। ৩৯ বছর বয়সি ওই ব্যক্তির বিরুদ্ধে এর আগেও গার্হস্থ্য হিংসার অভিযোগ ছিল। রবিবার বাড়িতে এসে পরিবারের অন্যান্যদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে সে। তার পরেই রান্নাঘর থেকে ছুরি নিয়ে হামলা শুরু করে। 

[আরও পড়ুন: প্রশিক্ষণের সময়ে ভয়ংকর দুর্ঘটনা, বায়ুসেনার বিমান ভেঙে মৃত ২ পাইলট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement