সংবাদ প্রতিদিন জিজিটাল ডেস্ক: এ যেন মিথ ভাঙার লড়াই! এ যেন ডেভিডের হাতে গোলিয়াথের চরম বিপর্যয়ের কাহিনি! যুদ্ধে ‘দুর্বল’ ইউক্রেনের কাছে ‘প্রবল’ রাশিয়ার হেনস্তা সত্যিই চমকে দিয়েছে সমর বিশেষজ্ঞদের। এবার পুতিন বাহিনীকে আরও বড় ধাক্কা দিয়ে রাশিয়ার অত্যাধুনিক সুখোই-৩৫ ফাইটার জেট ধ্বংস করল ইউক্রেনের ফৌজ। সবমিলিয়ে, রুশ ফৌজের চারটি সামরিক বিমান ধ্বংস হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইউক্রেনের (Ukraine) শেরনিহিভে বোমা ফেলতে যাচ্ছিল রাশিয়ার একটি বিমানদল। সেটিতে ছিল একটি সুখোই-৩৪ বোমারু বিমান, একটি সুখোই-৩৫ ফাইটার জেট এবং দু’টি এমআই-৮ হেলিকপ্টার। তবে লক্ষ্যে পৌঁছনোর আগেই রাশিয়া-ইউক্রেন সীমান্তের কাছে ব্রায়ানস্ক অঞ্চলে পরপর গুলি করে নামানো হয় যুদ্ধবিমানগুলিকে।
যানা গিয়েছে, ফাইটার জেটগুলির সঙ্গে হেলিকপ্টাগুলি যাচ্ছিল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ‘ব্যাক আপ’ হিসেবে। কিন্তু রুশ ফৌজের গোটা পরিকল্পনাই ব্যর্থ হয়েছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শীর্ষস্থানীয় উপদেষ্টা মিখাইলো পোডোল্যাক টুইট করেছেন, “বিচার হয়েছে। ততক্ষণাৎ কর্মফল ভুগতে হয়েছে।”
এদিকে, রুশ সংবাদমাধ্যমে খবর, আগে থেকেই এই হামলার কথা জানতে পেরেছিল ইউক্রেনের সেনা। ফলে তারা রীতিমতো ফাঁদ বিছিয়ে রাখে। আর জেলেনস্কি বাহিনীর বিছিয়ে রাখা ফাঁদে পা দেয় ওই চারটি রুশ বিমান। একের পর এক গুলি করে নামানো হয় সেগুলিকে। দু’টি যুদ্ধবিমান ও দু’টি হেলিকপ্টারের মোট চারজন সওয়ারিই প্রাণ হারিয়েছেন।
উল্লেখ্য, প্রায় দেড় বছর ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া (Russia)। শুরুর দিকে সফলতা পেলেও একের পর এর অভিযানে ধাক্কা খেয়েছে রুশ বাহিনী। প্রবল বিক্রমে পালটা আঘাত করছে ইউক্রেনীয় ফৌজ। এহেন পরিস্থিতিতে ইউক্রেনে ‘ট্যাকটিকাল নিউক’ বা পরমাণু বোমার কৌশলী প্রয়োগ করতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলে আশঙ্কা। হামলা হলে আমেরিকার উত্তর কী হবে, প্রশ্ন করা হলে, ভয়ঙ্কর প্রত্যাঘাতের ইঙ্গিত দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.