সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাতারের দোহায় আফগানিস্তানের সরকারি প্রতিনিধিদের সঙ্গে শান্তি আলোচনা চলছে তালিবান জঙ্গিদের। তার মাঝেই রাজধানী কাবুল ও গজনী-সহ আফগানিস্তানের বিভিন্ন এলাকায় ক্রমাগত ঘটেই চলেছে জঙ্গি হামলার ঘটনা। মঙ্গলবারও কাবুলের পূর্ব প্রান্তে অবস্থিত পুল-ই-চরকি এলাকায় গাড়িবোমা বিস্ফোরণের ফলে মৃত্যু হল চার চিকিৎসক-সহ পাঁচজনের। ওই চিকিৎসকরা স্থানীয় কারাগারে তালিবান জঙ্গিদের চিকিৎসা করতেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে চারজন চিকিৎসককে নিয়ে একটি গাড়ি পুল-ই-চরকি (Pul-e-Charkhi) কারাগারে যাচ্ছিল। সেসময় অজ্ঞাত পরিচয়ের জঙ্গিরা ওই গাড়িতে চুম্বক বোমা আটকে দিয়ে বিস্ফোরণ ঘটায়। এর ফলে ওই গাড়িতে থাকা চার জন চিকিৎসক-সহ একজন পথচারীর মৃত্যু হয়েছে। জখম হয়েছে আরও দু’জন। ওই চিকিৎসকরা তালিবান জঙ্গিদের চিকিৎসার কাজে নিযুক্ত ছিলেন। তাই এই হামলা আল কায়েদা বা আইএসআইএস (ISIS) জঙ্গিরা করেছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে আফগান প্রশাসন।
এপ্রসঙ্গে কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জ জানান, কাবুলের পূর্ব প্রান্তে পুল-ই-চরকি জেলে তালিবান-সহ প্রচুর জঙ্গি থাকে। মৃত চিকিৎসকরা তাদের দেখভালের কাজে নিযুক্ত ছিলেন। মঙ্গলবার তাঁরা একটি গাড়িতে করে ওই জেলের উদ্দেশে যাওয়ার পথে রাস্তায় বিস্ফোরণ হয়। এর ফলে তাঁদের পাশাপাশি একজন পথচারীরও মৃত্যু হয়। জখম হয়েছেন আরও ২ জন। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও জঙ্গিগোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে যেহুতু ওই চিকিৎসকরা তালিবান জঙ্গিদের চিকিৎসার কাজে যুক্ত ছিল তাই এটা আইএসআইএস বা আল কায়দার কাজ বলেই অনুমান করে হচ্ছে।
গত কয়েকদিন ধরেই আফগানিস্তানের বিভিন্ন জায়গায় একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটছে। রকেট হামলা ও বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনায় কাবুলের ডেপুটি গর্ভনর-সহ গত এক সপ্তাহে প্রাণ হারিয়েছেন প্রায় ১৫ জন। আর জখম হয়েছেন ৫০ জনের বেশি। গত সোমবার আফগানিস্তানের পূর্ব দিকে অবস্থিত গজনী প্রদেশের একজন সাংবাদিককে গুলি করে হত্যা করে একদল বন্দুকবাজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.