Advertisement
Advertisement
Nepal

নেপালে খাদে পড়ল গাড়ি, মৃত্যু ৪ ভারতীয়র, আশঙ্কাজনক আরও ১

প্রত্যন্ত এলাকা দুর্ঘটনা হওয়ার দরুণ এখনও দেহ উদ্ধার করা যায়নি বলে খবর।

4 Indians killed in Nepal car accident | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:April 13, 2023 11:43 am
  • Updated:April 13, 2023 12:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনা নেপালে (Nepal)। মৃত্যু হয়েছে ৪ ভারতীয়র। হাসপাতালে চিকিৎসাধীন আরও এক। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। পাঁচজনই বিহারের (Bihar) সমস্তিপুরের বাসিন্দা বলে খবর। প্রত্যন্ত এলাকা দুর্ঘটনা হওয়ার দরুণ এখনও দেহ উদ্ধার করা যায়নি বলে খবর।

মঙ্গলবার বাগমতী প্রদেশের সিন্ধুলি জেলায় দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, কাঠমান্ডু যাওয়ার পথে খাদে পড়ে যায় গাড়িটি। খাদটি অন্তত ৫০০ মিটার গভীর ছিল। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুজনকে কোনও মতে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন একজনের মৃত্যু হয়। আরেক জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

[আরও পড়ুন: রাম-বাম জোটে ভয়, নিচুতলায় বিজেপি সংস্রবের খবর পেলেই শাস্তি, নেতাকর্মীদের কড়া বার্তা সিপিএমের]

দুর্ঘটনাস্থল এতটাই প্রত্য়ন্ত যে সেখান থেকে এখনও গাড়ি ও মৃতদের দেহ উদ্ধার করা যায়নি। পুলিশ সুপার আর কে সিলওয়াল জানিয়েছেন, বিহারের নম্বর প্লেটের একটি গাড়ি কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। গাড়িটি খাদে পড়ে যায়। উদ্ধারকার্যের জন্য সেনা যাচ্ছে ঘটনাস্থলে। তবে যাদের মৃত্যু হয়েছে তারা বেড়াতে গিয়েছিলেন না কি কাজের সূত্রে নেপালে গিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়। 

[আরও পড়ুন: ভোরের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দোকানের ভিতর ঝলসে মৃত বাবা-ছেলে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement