Advertisement
Advertisement

Breaking News

Dubai

দুবাইয়ের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত চার ভারতীয়-সহ ১৬

মৃতদের মধ্যে রয়েছেন এক দম্পতি ও দুই পরিযায়ী শ্রমিক।

4 Indians among 16 dead as fire broke out in Dubai building, 9 injured | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Anwesha Adhikary
  • Posted:April 16, 2023 2:21 pm
  • Updated:April 16, 2023 4:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুবাইয়ের (Dubai) একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল ১৬ জনের। তার মধ্যে রয়েছেন ৪ ভারতীয়। জানা গিয়েছে, শনিবার দুপুরে আগুন লাগে দুবাইয়ের ওই বহুতল আবাসনে। বাসিন্দাদের বের করে নিয়ে আসার চেষ্টা সত্ত্বেও আটকে পড়েই মৃত্যু হয় ১৬ জনের। তাঁদের মধ্যে রয়েছেন চার ভারতীয়।

শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটা নাগাদ আগুন লাগে দুবাইয়ের আল রাস নামে একটি এলাকায়। সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হলেও ওই বহুতলে আটকে পড়েন অনেকেই। দমকল বাহিনী এসে প্রায় দু’ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তারপরেই জানা যায়, আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ১৬ জনের।

Advertisement

[আরও পড়ুন: পুকুরে নেমে জীবনকৃষ্ণের মোবাইল খুঁজছেন TMC কর্মীরাই! নেতৃত্বে দলের অঞ্চল সভাপতি, ব্যাপারটা কী?]

দুবাইয়ের ভারতীয় কনসুলেটের তরফে জানানো হয়েছে, এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে চার ভারতীয়ের। তার মধ্যে রয়েছেন কেরলের এক দম্পতি। তবে তাঁরা ওই আবাসনের বাসিন্দা কিনা তা অবশ্য জানা যায়নি। সেই সঙ্গে মৃত্যু হয়েছে তামিলনাড়ুর দুই পরিযায়ী শ্রমিকেরও। সালিয়াকুন্ডু নামে এক ব্যক্তি ওই আবাসনে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। সেই সঙ্গে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে আবদুল খাদের নামে আবাসনের এক কাঠমিস্ত্রিরও।

মৃতদের মধ্যে রয়েছেন ৩ পাকিস্তানি নাগরিকও। তাঁরা সকলে ভাই বলে জানা গিয়েছে। এক নাইজেরীয় মহিলাও এই আবাসনের অগ্নিকান্ডে মারা গিয়েছেন। এক ভারতীয় সমাজকর্মী ভাত্তানাপল্লির উদ্যোগেই মৃতদের পরিচয় জানা গিয়েছে। অগ্নিকান্ডে আহত হয়েছেন আরও ৯ জন। তবে কী কারণে আগুন লাগল, তা নিয়ে এখনও ধন্দে প্রশাসন।

[আরও পড়ুন: ‘আমাদের নেতাকে বিনা কারণে গরু পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছে’, ফের অনুব্রতর হয়ে সওয়াল ফিরহাদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement