সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খলিস্তানপন্থী সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জরকে খুনের ঘটনায় কানাডার আদালত জামিন দিল অভিযুক্ত চার ভারতীয়কে। হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত চার ভারতীয় করণ ব্রার, আমনদীপ সিং, কমলপ্রীত সিং এবং করণপ্রীত সিং। সম্প্রতি আদালতে চার অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে। জাস্টিন ট্রুডোর ইস্তফা ঘোষণার পরেই নিজ্জর খুনে চার অভিযুক্তের জামিনের বিষয়টি তাৎপর্যপূর্ণ। ট্রুডো পরবর্তী কানাডার কূটনীত বাঁক বদল করছে, মনে করছেন বিশেষজ্ঞরা।
নিজ্জর-হত্যায় চার অভিযুক্ত করণ, আমনদীপ, কমলপ্রীত, এবং করণপ্রীতের বিরুদ্ধে খুন এবং খুনের পরিকল্পনার অভিযোগ রয়েছে। প্রাদেশিক আদালতের পরিবর্তে ব্রিটিশ কলম্বিয়া শীর্ষ আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়। আগামী ১১ ফেব্রুয়ারি ব্রিটিশ কলম্বিয়া শীর্ষ আদালতে ওই মামলার পরবর্তী শুনানি হবে। তার আগেই জামিন পেলেন চার অভিযুক্ত।
২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারের একটি গুরুদ্বারের সামনে খলিস্তানি নেতা নিজ্জরকে হত্যা করা হয়। এর পরেই নিজ্জর হত্যাকাণ্ডে ভারত জড়িত বলে অভিযোগ করে তৎকালীন ট্রুডো সরকার। ফলস্বরূপ ভারত-কানাডা সম্পর্কে চিড় ধরে। পালটা মোদি সরকার খলিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার জন্য কানাডাকে দোষারোপ করে। এরপর ২০২৪ সালের মে মাসে নিজ্জর খুনের অভিযোগে চার জন ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতকে গ্রেপ্তার করে কানাডা পুলিশ।
উল্লেখ্য, সোমবার কানা়ডার প্রধানমন্ত্রী পদে ইস্তাফা দেওয়ার কথা ঘোষণা করেছেন জাস্টিন ট্রুডো। পাশাপাশি ক্ষমতাসীন জোটের প্রধান দল লিবারেল পার্টির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সের দলনেতার পদও ছাড়ছেন তিনি। এরপরই নিজ্জর হত্যায় চার অভিযুক্তকে জামিন দিল কানাডার আদালত। বিশেষজ্ঞদের দাবি, ট্রুডোর ইস্তাফায় বদল আসছে কানাডার বিদেশনীতিতে। উন্নতি হবে ভারত-কানাডা সম্পর্কে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.