Advertisement
Advertisement

ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা, নিহত ৪

পলাতক বন্ধুকবাজের খোঁজে তল্লাশি চালাচ্ছে মার্কিন পুলিশ৷

4 Dead In Shooting at a Mall in Washington
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 24, 2016 12:31 pm
  • Updated:September 24, 2016 12:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মার্কিন মুলুকে বন্ধুকবাজের হানা৷ এবারে ওয়াশিংটনের বার্লিংটনের ক্যাসকেড শপিং মলে এলোপাথারি গুলি চালালো এক দুষ্কৃতী৷ হামলায় এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ নিহতদের মধ্যে তিনজনই মহিলা বলে জানা গিয়েছে৷

শুক্রবার স্থানীয় সময় সন্ধে সাতটা নাগাদ ক্যাসকেড মলে গুলির আওয়াজ শুনতে পাওয়া যায়৷ প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ৷ বার্লিংটন স্টেট পেট্রলের মুখপাত্র সার্জেন্ট মার্ক ফ্রান্সিস জানিয়েছেন, আততায়ী ছাই রঙের পোশাক পরে ছিল৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ শেষ তাকে ইন্টারস্টেট-৫ এর দিকে যেতে দেখা গিয়েছে৷

Advertisement

উইকএন্ডের আগে সন্ধের শপিং সারতে অনেকেই ভিড় জমিয়েছিলেন বার্লিংটনের ক্যাসকেড মলে৷ আচমকা এই হামলায় আতঙ্কিত সবাই৷ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক৷ কী কারণে দুষ্কৃতী এই হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনও অন্ধকারে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement