Advertisement
Advertisement
China

ভয়াবহ দুর্ঘটনা চিনে, বৃদ্ধের বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু ৩৫ পথচারীর

আহত ৪০ জন।

35 Killed After Car Runs Over Pedestrians In China

প্রতীকী ছবি।

Published by: Kishore Ghosh
  • Posted:November 12, 2024 7:24 pm
  • Updated:November 12, 2024 7:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর দুর্ঘটনা চিনের জুহাই শহরে। সেখানে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ৩৫ পথচারীর। আহত হয়েছেন আরও ৪০ জন। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে—রাস্তায় অসংখ্য লাশ, রক্ত ভেসে যাচ্ছে ফুটপাথ। আহত মানুষেরা আর্ত চিৎকার করছেন। ইতিমধ্যে ঘটনায় অভিযুক্ত বৃদ্ধ গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে জুহাই শহরের একটি স্পোর্টস সেন্টারের বাইরে জমায়েতে। সেই সময় রাস্তায় গিজগিজ করছিল মানুষ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই ভিড়ের মধ্যে আচমকা একটি গাড়ি নিয়ন্ত্রণে হারিয়ে ঢুকে পড়ে। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায়। গাড়িটি একের পর এক পথচারীকে পিষে দেয়। হাহাকার পড়ে যায়। যন্ত্রণায় চিৎকার করতে থাকেন অনেকে।

Advertisement

দুর্ঘটনার খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে হাজির হয় উদ্ধারকারী দল। তাঁরা আহতদের দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। খোদ প্রেসিডেন্ট শি জিনপিং ‘হিট অ্যান্ড রান কাণ্ডে’ আহতদের পর্যাপ্ত চিকিৎসার বন্দোবস্ত করতে বলেছেন। ইতিমধ্যে অভিযুক্ত ৬২ বছরের বিবাহবিচ্ছিন্ন গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টাও করেন। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, বৃদ্ধ মানসিক বিকারগ্রস্ত। তাঁর পরিবারের কোনও হদিশ মেলেনি। ঠিকানাও বলতে পারছেন না। এভাবে পথচারীদের হত্যা করার পিছনে কী উদ্দেশ্য থাকতে পারে, তা নিয়ে ধন্দে তদন্তকারীরা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement