সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঁধভাঙা বৃষ্টি বান ডেকেছে চিনের রাজধানী বেজিংয়ে। প্রকৃতির এহেন রুদ্ররূপে মৃত অন্তত ৩৩। বিগত ১৪০ বছরের নিরিখে এত অল্প সময়ে এত বৃষ্টির রেকর্ড নেই বেজিংয়ে। বুধবার প্রশাসন সূত্রে খবর, ভয়াবহ বৃষ্টিতে সৃষ্টি হওয়া বন্যায় নিখোঁজ অন্তত ১৮ জন।
এক সংবাদ সম্মেলনে বেজিংয়ের (Beijing) ভাইস-মেয়র জিয়া লিনমাও বলেন, “এই দুর্যোগে নিহতদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।” গত মাসে প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ বন্যার কবলে পড়ে বেজিং-সহ উত্তর চিনের বিস্তীর্ণ এলাকা। গত শুক্রবার সরকারের তরফে জানানো হয় যে, জুলাই মাসে প্রকৃতির মারে প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ ১৪৭ জন। বেজিং সংলগ্ন হেবেই প্রদেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫ জনের। নিখোঁজ ২২। জিলিন প্রদেশে মৃত ১৪।
জানা গিয়েছে, বৃষ্টির প্রকোপ এতটাই যে, রাস্তাঘাট কার্যত জলের তলায়। পানীয় জলের পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। যার জেরে বিপর্যস্ত জনজীবন। বহু গাড়িকে রাস্তায় ভাসতে দেখা গিয়েছে। বিপর্যয়ের ধাক্কায় আটকে পড়েছেন অনেকেই। উদ্ধারকারী দলের এক ব্যক্তি ওয়াং হং-চুনের মৃত্যু হয়েছে বন্যার স্রোতে ভেসে গিয়ে। তাঁর সঙ্গীরা অবশ্য কোনও মতে প্রাণে বেঁচে গিয়েছেন।
প্রশাসনের তরফে উদ্ধারকার্যে সাহায্য করার জন্য সাধারণ নাগরিকদের কাছে আরজি জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই প্রায় সাড়ে ৮ লক্ষ মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে ১৮৯১ সালে অল্প সময়ে বিপুল বৃষ্টি হয়েছিল বেজিংয়ে। সেবার ৬০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। কিন্তু এবারের নজির তার থেকেও বেশি। ১৮৮৩ সাল থেকে বেজিংয়ের বৃষ্টিপাতের রেকর্ড রাখা শুরু হয়। এবছরের বৃষ্টি এই সব হিসেবের মধ্যেই সর্বোচ্চ। গত বছর বেজিংয়ে মোট বৃষ্টিপাত হয়েছিল ৫০০ মিলিমিটার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.