সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশতলা বাড়ির একেবারে উপরতলা থেকে তিনি চিৎকার করেছিলেন সাহায্য চেয়ে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই আওয়াজ কারও কান পর্যন্তই পৌঁছয়নি। ৩ দিন পরে লিফটের (Elevator) ভিতরে উদ্ধার হল সেই মহিলার মৃতদেহ। এমনই মর্মান্তিক এক ঘটনার সাক্ষী হল উজবেকিস্তান (Uzbekistan)। সেখানকার তাসকেন্তে এক বাড়ির লিফটে আটকে মৃত্যু হয়েছে ওই মহিলার।
ঠিক কী হয়েছিল? পোস্ট উওম্যানের কাজ করতেন ওলগা লিওনতিয়েভা নাম্নী ওই মহিলা। গত ২৪ জুলাইয়ের পর তাঁর আর কোনও খোঁজ পাননি বাড়ির সদস্যরা। এরপরই তাঁরা পুলিশের দ্বারস্থ হন। জানা গিয়েছে, কোনওভাবে ওই লিফটে আটকে পড়েছিলেন ওলগা। এরপর তিনি সাহায্যের জন্য চিৎকার করতেন থাকেন। কিন্তু কেউ শুনতে না পাওয়ায় লিফটের ভিতরেই মারা যান ৩২ বছরের ওই মহিলা। তাঁর একটি ৬ বছরের মেয়েও রয়েছে। তাকে আত্মীয়দের কাছে রাখা হয়েছে।
গত সপ্তাহের ইটালির পালেরমোয় এক ৬১ বছরের মহিলা এভাবেই লিফটের ভিতরে আটকে পড়ে মারা যান। আচমকাই বিদ্যুৎ সংযোগ চলে গিয়েছিল বিল্ডিংটির। পরে দুই তলের মাঝখানে আটকে থাকা লিফটের ভিতরে ওই মহিলার দেহ উদ্ধার হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.