ব্রাজিলের বর্তমান পরিস্থিতি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ব্রাজিলের রাষ্ট্রপতি। আর ঠিক সেই সময়েই প্রবল ঝড়বৃষ্টি (Rainstorms)’র জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রাজিলের জনজীবন। গত ৪৮ ঘণ্টা ধরে চলা প্রবল ঝড়বৃষ্টির জেরে উত্তর-পূর্ব ব্রাজিলে এখনও পর্যন্ত কমপক্ষে ৩০ জনের মৃত্যুর খবর গিয়েছে। নিখোঁজ হয়েছেন আর ১৭ জন। কিছু কিছু জায়গায় বৃষ্টির জল জমে বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে। সরকারের তরফে উদ্ধার কাজ চালানোর পাশাপাশি এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোও।
শনিবার এপ্রসঙ্গে উত্তর-পূর্ব ব্রাজিলের মিনাস জেরিইস প্রদেশের সিভিল ডিফেন্সের মুখপাত্র জানান, গত শুক্রবার থেকে শুরু হওয়া প্রবল ঝড়বৃষ্টির জেরে এখনও পর্যন্ত উত্তর-পূর্ব ব্রাজিলে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সাতজন জখম ও ১৭ জন নিখোঁজ হয়েছেন। গত দুদিনের এই প্রবল বিপর্যয়ে গৃহহীন হয়েছেন প্রায় ৩ হাজার ৫০০ মানুষ। কিছু কিছু জায়গা ভূমি ধসের জেরে যোগাযোগ ব্যবস্থাও স্তব্ধ হয়ে পড়েছে। ভেঙে পড়েছে প্রচুর বাড়ি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত বৃষ্টির জেরে উত্তর-পূর্ব ব্রাজিলের বেশিরভাগ নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। কিছু জায়গায় জল জমে বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় প্রবল ঝড়ের ফলে ভেঙে পড়েছে প্রচুর গাছ। এর ফলে বন্ধ হয়েছে উত্তর-পূর্ব ব্রাজিলের সমস্ত হাইওয়ে।
ভেঙে পড়েছে বেশ কয়েকটি ব্রিজ। গত ১১০ বছরে এত বেশি ঝড়বৃষ্টি আগে কোনওদিন হয়নি বলে জানা গিয়েছে ব্রাজিলের আবহাওয়া দপ্তর সূত্রে। আগামী দুদিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে তারা। এর ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন ব্রাজিলের ওই অংশের বাসিন্দারা। সরকারের তরফে উদ্ধার কাজ চালানোর চেষ্টা হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তা ব্যাহত হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.