Advertisement
Advertisement

Breaking News

PoK

ভয়াবহ ধসের কবলে গিলগিট-বাল্টিস্তান, মৃত অন্তত ১০, আহত ২৫

ধসের পরই দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে পাক সেনা ও স্থানীয়রা।

3 women among 10 killed, 25 injured in avalanche in Pakistan’s Gilgit-Baltistan। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:May 28, 2023 10:17 am
  • Updated:May 28, 2023 10:17 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ ধসের কবলে পাক অধিকৃত কাশ্মীর। গিলগিট-বাল্টিস্তানে (Gilgit-Baltistan) ধস নেমে মৃত্যু হল অন্তত ১০ জনের। মৃতদের মধ্যে রয়েছেন তিনজন মহিলা। আহত ২৫ জন। প্রাথমিক ভাবে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করলেও পরে পাক (Pakistan) সেনা এসে কাজে হাত লাগিয়েছে।

পুলিশ জানিয়েছে, ধসের পরই দ্রুত উদ্ধারকাজ হয়। প্রথমেই স্থানীয়রা এসে তা শুরু করে। পরে যোগ দেয় পাক সেনা। সেনা ও স্থানীয় যুবকদের যৌথ প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার করা হয় মৃতদেহগুলি। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলছে বলে জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: গুজরাট মডেলের এ কী হাল! মাধ্যমিকে ১৫৭টি স্কুলে সকলে সব পড়ুয়াই ফেল]

গিলগিট-বাল্টিস্তানের প্রধান সচিব মইনুদ্দিন ওয়ানি দুর্ঘটনাটি সম্পর্কে নিশ্চিত করেছেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু হয়েছে উপদ্রুত এলাকায়। মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদ দুর্ঘটনায় মৃতদের প্রতি শোকপ্রকাশ করেছেন। সেই সঙ্গে স্থানীয় প্রশাসনকে তিনি নির্দেশ দিয়েছেন দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করতে।

[আরও পড়ুন: রেকর্ড সময়ে নির্মাণ নয়া সংসদ ভবনের, বয়কট নয়, প্রশংসা করুন, বিরোধীদের বললেন গুলাম নবি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement