Advertisement
Advertisement
Sailors Rescued

পাম গাছের পাতায় বালুচরে লেখা ‘HELP’, উপস্থিত বুদ্ধিতে মৃত্যুর মুখ থেকে রক্ষা ৩ নাবিকের

টানা ৭ দিন নির্জন দ্বীপে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর অবশেষে উদ্ধার ৩ নাবিক।

3 sailors rescued from island after their 'HELP' sign

বিমান থেকে তোলা সেই মুহূর্তের ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:April 12, 2024 5:09 pm
  • Updated:April 12, 2024 5:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  নির্জন ছোট্ট দ্বীপে সমুদ্র পথে সাহায্যের আশা একেবারেই নেই। কপাল জোরে সাহায্য যদি বা আসে তবে তা আসতে পারে একমাত্র আকাশপথে। সেই আশায় বুক বেঁধে বালুতটে পাম গাছের ডাল সাজিয়ে আকার দেওয়া হয়েছিল ‘H-E-L-P’ শব্দের। এহেন উপস্থিত বুদ্ধির জেরে কার্যত মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে শেষ পর্যন্ত আকাশ পথেই মুক্তি পেলেন ৩ নাবিক (Sailor)। দীর্ঘ ১ সপ্তাহ প্রশান্ত মহাসাগরের নির্জন দ্বীপে (Island) বন্দি থাকার পর তাঁদের উদ্ধার করল মার্কিন নৌসেনার বিমান। যদিও তাঁদের নাম ও তাঁরা কোন দেশের নাগরিক তা প্রকাশ্যে আনা হয়নি সরকারের তরফে।

কথায় বলে, কোন গলি পথ ধরে, কোথা থেকে বিপদ এসে হাজির হবে কেউ জানে না। মৃত্যুর সেই হাতছানি না বুঝেই ৪০-এর দোরগোড়ায় থাকা ৩ নাবিক মাছ ধরতে পাড়ি দিয়েছিলেন গভীর সমুদ্রে। শুরুতে সবকিছু ঠিকই চলছিল। তবে বিপত্তি বাধে গত ৩১ মার্চ। হঠাৎ খারাপ হয়ে যায় বোটের ইঞ্জিন। অভিজ্ঞ নাবিক বুঝতে পারেন সামনে বড় বিপদ। তখনই বিপদ বার্তা পাঠানো হয় উপকূলে। এদিকে প্রাণে বাঁচতে নিকটবর্তী একটি ছোট নির্জন দ্বীপে উপস্থিত হন নাবিকরা। জানা গিয়েছে, মাত্র ৩২ একর জায়গা জুড়ে থাকা এই দ্বীপের পুরোটাই পাম গাছে ঘেরা। যদি কোনও সাহায্য আসে এই আশায় পাম গাছের পাতা দিয়ে সমুদ্রতটে ‘H-E-L-P’ শব্দের একটি আদল তৈরি করেন ওই তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: বিরাট সাফল্য ভারতীয় চিকিৎসকদের, ক্যানসারের শেষ পর্যায় থেকে সুস্থ ইরাকি ব্যক্তি]

অন্যদিকে ওই ৩ নাবিকের বোট থেকে বিপদবার্তা পেয়ে তৎপর হয় মার্কিন উপকূল রক্ষা বাহিনী। বোটের অনুসন্ধানে তাদের সঙ্গ দেয় মার্কিন নৌসেনাও। যদিও ওই ৩ নাবিকের কোনও সন্ধান মেলেনি। টানা তল্লাশি অভিযান চালানোর পর গত ৭ এপ্রিল নৌসেনার বিমানের নজরে আসে পিকেলট দ্বীপের (Pikelot Island) সমুদ্র তটে HELP-এর মতো কিছু একটা লেখা। এই আশ্চর্য অনুসন্ধানের খবর সঙ্গে সঙ্গে পাঠানো হয় কর্তৃপক্ষকে। এরপর অন্য একটি বিমানে বন্দি নাবিককে সাহায্যের জন্য আসে খাবার, জলের মতো প্রয়োজনীয় সামগ্রী। ২ দিন এই অবস্থায় থাকার পর উপকূল রক্ষা বাহিনীর বোটে ওই দ্বীপ থেকে উদ্ধার করা হয় নাবিকদের।

[আরও পড়ুন: কেজরির গ্রেপ্তারির পর দিল্লিতে রাষ্ট্রপতি শাসনের ষড়যন্ত্র! বিস্ফোরক অভিযোগ আপের]

নৌসেনার তরফে জানা গিয়েছে, জাপানে অবস্থিত এক বায়ুসেনা ঘাঁটি ব্যবহার করে ৭৮হাজার নটিক্যাল মাইল এলাকা জুড়ে শুরু হয়েছিল এই তল্লাশি অভিযান। প্রযুক্তি থেকে শুরু করে সমস্তরকমভাবে নিখোঁজ ব্যক্তিদের খোঁজার চেষ্টা করছিলাম আমরা। শেষে অতর্কিত ভাবে উদ্ধার করা হয় ওই ৩ জনকে। এই অভিযানের নেতৃত্ব দেওয়া ল্যাফটেন্যান্ট চেলসা গ্রাসিয়া বলে, “আমাদের অনুসন্ধান অভিযান সফল। এই অভিযানের যারা যারা যুক্ত ছিলেন তাঁদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই।” পাশাপাশি তিনি বলেন,”উদ্ধার হওয়া ওই ৩ জন ব্যক্তি সম্পূর্ণ সুস্থ রয়েছেন।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement