Advertisement
Advertisement

Breaking News

Israel

ফের যুদ্ধের ডঙ্কা! ওয়েস্ট ব্যাঙ্কে ভয়াবহ হামলা ইজরায়েলের, মৃত ৩

আহত অন্তত ২৪ জন।

3 killed, 24 injured as Israeli forces raid West Bank। Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:June 19, 2023 6:03 pm
  • Updated:June 19, 2023 6:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বাজতে চলেছে যুদ্ধের ডঙ্কা! এবার ওয়েস্ট ব্যাঙ্কে ভয়াবহ হামলা চালাল ইজরায়েলের সেনাবাহিনী। সোমবারের এই ঘটনায় তিনজন প্যালেস্তিনীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আহত অন্তত ২৪ জন।

সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, সোমবার অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কে (West Bank) অভিযান চালায় ইজরায়েলের বাহিনী। জেনিন অঞ্চলে এই অভিযানে প্রাণ হারান তিনজন। প্যালেস্তাইনের স্বাস্থ্যদপ্তর হামলার কথা স্বীকার করলেও নিহত ও আহতদের পরিচয় জানায়নি। জেনিনের ডেপুটি গভর্নর, কামাল আবু-আল-রাব এএফপিকে জানিয়েছেন, স্থানীয় সময়ে ভোর ৪টে নাগাদ ইজরায়েলী সেনা অভিযান শুরু করে। প্রথমে জেনিনের শরণার্থী শিবিরে আক্রমণ হয়। এরপর নমাজ শেষ হওয়ার পরই তারা শহরে হামলা চালায়। সেই সময় সেখানে প্রচুর সংখ্যায় মানুষ উপস্থিত ছিলেন।

Advertisement

এএফপির তরফ থেকে ইজরায়েলী সেনার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা ওয়েস্ট ব্যাঙ্কে অভিযান নিয়ে কোনও তথ্য দেয়নি। সংবাদসংস্থার এক চিত্র সাংবাদিক জানান, জেনিনে সকাল ৮টা ৪০মিনিট পর্যন্ত লড়াই চলে।

[আরও পড়ুন: ভার‍ত-মার্কিন সখ্যে উদ্বিগ্ন চিন? উত্তপ্ত পরিস্থিতিতে বেজিংয়ে আমেরিকার বিদেশ সচিব]

প্রসঙ্গত, ১৯৬৭ সালে ছ’দিনের যুদ্ধের (সিক্স ডে ওয়ার) পর থেকেই ইজরায়েল ওয়েস্ট ব্যাঙ্ক দখল করে নেয় ইজরায়েল। তারপর থেকেই সংঘাত আরও বেড়ে যায়। অধিকৃত এলাকায় একের পর এক অভিযান চালায় তেল আভিভ। বলে রাখা ভাল, ওই অঞ্চলগুলি নামমাত্রই রাষ্ট্রপতি মেহমুদ আব্বাস প্রশাসনের নিয়ন্ত্রণে। এএফপির এক পরিসংখ্যান মতে, চলতি বছর এখনও পর্যন্ত ইজরায়েল-প্যালেস্তাইনের লড়াইয়ে  হিংসার বলী হয়েছেন প্যালেস্তাইনের ১৬১জন নাগরিক। প্রাণ হারিয়েছেন ২১ জন ইজরায়েলীও।

[আরও পড়ুন: মদ্যপ ও অচেতন তরুণীকে ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণ! ব্রিটেনে গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement