Advertisement
Advertisement
America

আমেরিকায় স্কুল ফুটবল ম্যাচে জয় উদযাপনে চলল গুলি, নিহত ৩, আহত আট জন

৩০০ জনের জমায়েতে আচমকা গুলিবৃষ্টি।

3 dead in shooting at America football team homecoming celebration
Published by: Kishore Ghosh
  • Posted:October 20, 2024 9:18 pm
  • Updated:October 20, 2024 9:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় স্কুল ফুটবলের ম্যাচে জয় উদযাপনে গুলি চালানোর অভিযোগ। এর জেরেই মিসিসিপিতে মৃত্যু হয়েছে তিন জনের। আহত আরও আট জন। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, গুলি চালিয়েছেন অন্তত দুজন। যার ফলে মৃত্যু হয়েছে উনিশ এবং পঁচিশ বছর বয়সি দুই যুবকের। ঠিক কী ঘটেছিল?

শনিবারের ঘটনা। মিসিসিপির হোমস কাউন্টির একটি স্কুল ফুটবল ম্যাচ জয় পায়। যার উদযাপনে স্থানীয় মাঠে জরো হন ২০০ থেকে ৩০০ জন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ওই ভিড়ের মধ্যেই গুলি চলে। এই নিয়ে কয়েক জনের মধ্যে বচসা হয়। গুলির শব্দ হতেই হুলস্থুলু শুরু হয়। দৌড়ে পালাতে শরু করে জনতা। পরে দেখা যায় বেশ কয়েক জন গুলিবিদ্ধ হয়েছেন। যাদের মধ্যে তিন জনের মৃত্যু হয়। আরও আটজন গুরুতর আহত হন।

Advertisement

প্রশাসনের বক্তব্য, গুলি চলার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মাদক বা অন্য কিছু নিয়ে ঝামেলে হয়েছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। কথায় কথায় গুলি চলার ঘটনায় উদ্বিগ্ন মিসিসিপির ওই কাউন্টির শেরিফ উইলি মার্চ ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement