সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তপ্ত আবহাওয়ায় কাত বাংলা-সহ গোটা দেশে। তবে স্বস্তিতে নেই বিলেতও। গরম হাঁসফাঁস করলে লন্ডন-সহ গোটা ব্রিটেন (Britain)। সেখানকার মনোরম আবহাওয়াকে বুড়ো আঙুল দেখিয়ে তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াসে। আর এই গরমের মধ্যেই উলের টিউনিক আর ভাল্লুকের লোমের টুপি পরে বার্ষিক অনুষ্ঠানের জন্য জোরদার মহড়া চালাচ্ছেন ব্রিটেনের সৈন্যদল। আর তাতেই ঘটে গেল বিপত্তি। মহড়া চলাকালীন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন ৩ সৈনিক। আর পুরো ব্যাপারটা ঘটল প্রিন্স উইলিয়ামের সামনে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি ও ভিডিও।
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের জন্মদিন সামনেই, ১৭ জুন। সেই উপলক্ষে বার্ষিক ‘ট্রুপিং দ্য় কালার’ প্যারেড (Trooping the Colour) অনুষ্ঠিত হবে। সেই জন্য় জোরকদমে মহড়া চলছে। শনিবার মহড়া খুঁটিয়ে দেখতে হাজির ছিলেন রাজকুমার উইলিয়াম। মারাত্মক গরমে তাঁর সামনেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন অন্তত ৩ সৈনিক। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে বাহিনীর এক ‘থ্রম্বোনিস্ট মাটিতে পড়ে জ্ঞান হারান। তারপর ফের উঠে বাদ্যযন্ত্র বাজানোর চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে চিকিৎসকদের টিম ছুটে এসে তাঁকে সরিয়ে নিয়ে যান। শুরু প্রাথমিক চিকিৎসা।
এত গরমেও অনুষ্ঠানের মহড়ায় অংশ নেওয়ার জন্য সৈনিকদের কুর্নিস করেছেন খোদ রাজকুমার উইলিয়াম। টুইটারে তিনি লিখেছেন, “আজকের এই আবহাওয়াতেও অনুষ্ঠানের মহড়ায় অংশ নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। এই পরিস্থিতিতেও তাঁরা যেভাবে কাজ করছে তা অসাধারণ।”
💂 At least three British royal guards collapsed during a parade rehearsal in London ahead of King Charles’ official birthday as temperatures exceeded 88 degrees Fahrenheit pic.twitter.com/V0fLjROoD5
— Reuters (@Reuters) June 10, 2023
উল্লেখ্য়, বিবিসির খবর অনুযায়ী, দক্ষিণ ইংল্যান্ডে তাপমাত্রা আরও বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। সাধারণত গরমকালে ব্রিটেনের তাপমাত্রা ৮ ডিগ্রি থেকে ১৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে। এবার সেই তাপমাত্রা পারদ ছুঁয়েছে ৩০ ডিগ্রি। ফলে স্বাভাবিকভাবেই গরমের জ্বালায় জ্বলছে ব্রিটেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.