Advertisement
Advertisement
America

এককালে পাচার হয়েছিল, মোদির আমেরিকা সফরের সময় ভারতে ফিরছে ২৯৭ প্রাচীন সামগ্রী

এখন পর্যন্ত মোট ৬৪০টি পাচার হওয়া প্রাচীন সামগ্রী দেশে ফিরেছে।

297 Indian Antiquities Returned During PM Modi's Visit to America
Published by: Kishore Ghosh
  • Posted:September 22, 2024 4:37 pm
  • Updated:September 22, 2024 4:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত চিরকালের ‘রত্নভাণ্ডার’। বিদেশি হানাদাররা বারবার লুট করেছে দেশের সেই সম্পদ। কখনও তা কহিনূরের মতো রত্ন, কখনও বা শিল্প সামগ্রী। মোদির আমেরিকা সফরের সময় দেশে ফিরছে তেমনই ২৯৭টি প্রাচীন সামগ্রী। বিভিন্ন সময়ে এগুলো ভারত থেকে পাচার করা হয়েছিল বিদেশে। ২০১৪ সালে মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত মোট ৬৪০টি পাচার হওয়া প্রাচীন সামগ্রী দেশে ফিরেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৫৭৮টি প্রাচীন সামগ্রী ফিরিয়েছে আমেরিকা।

ক্ষমতায় আসার পর থেকেই মোদি সরকারের লক্ষ্য, পাচার হওয়া দেশের সম্পদ ফিরিয়ে আনা। সেই লক্ষ্যে ২০২৪ সালের জুলাই মাসে দিল্লিতে ৪৬তম বিশ্ব হেরিটেজ বৈঠকে একটি চুক্তি সই করেছে ভারত এবং আমেরিকা। ভবিষ্যতে ভারত থেকে ঐতিহাসিক, প্রাচীন সামগ্রী আর যাতে আমেরিকায় পাচার হয়ে না যায়, সে কারণেই এই চুক্তি সই করে দুই দেশ। তবে ২০২১ সালে মোদির আমেরিকা সফরেও ফেরানো হয়েছিল ১৫৭টি প্রাচীন সামগ্রী। এর মধ্যে সবচেয়ে মূল্যবান ছিল দ্বাদশ শতাব্দীর ব্রোঞ্জের তৈরি একটি নটরাজ মূর্তি। এর পর ২০২৩ সালে মোদির আমেরিকা সফরের সময় আরও ১০৫টি সামগ্রী ফিরিয়েছিল বাইডেন প্রশাসন।

Advertisement

মোদির এবারের সফরের সময় দেশে ফিরছে তেমনই ২৯৭টি প্রাচীন সামগ্রী। এখনও পর্যন্ত আমেরিকা ফিরেয়েছে ৫৭৮টি প্রাচীন সামগ্রী। সেই সংখ্যাটা আরও বড় হতে চলেছে। আমেরিকার পাশাপাশি ব্রিটেন থেকে ১৬টি এবং অস্ট্রেলিয়া থেকে ৪০টি পাচার হয়ে যাওয়া জিনিস ফিরিয়ে আনা হয়েছে ভারতে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement