Advertisement
Advertisement

Breaking News

Australia

মর্মান্তিক! মাত্র ৯০ সেকেন্ডের মারামারি, তাতেই পানশালায় প্রাণ গেল যুবকের

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

26 Year Old Australian Man Killed In Bar Fight That Only Lasted 90 Seconds | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:August 20, 2023 6:21 pm
  • Updated:August 20, 2023 6:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পানশালায় বচসার জেরে মাত্র ৯০ সেকেন্ডের হাতাহাতি, নিমেষে ছুরিকাঘাত। তাতেই অস্ট্রেলিয়ায় (Australia) মৃত্যু হল এক যুবকের। এমন ঘটনায় আবেগের বিস্ফোরণ ঘটেছে সোশ্যাল মিডিয়ায়। বন্ধুর আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়া যুবকেররা আবেগ মথিত পোস্ট করেছেন। হত্যার ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

বছর ২৬-এর মৃত যুবকের নাম ডিলান ম্যাকপেডেন। গত বৃহস্পতিবার রাত ১০টা ১৫ নাগাদ অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের একটি পানশালায় ছিলেন। সেখানেই এক ব্যক্তির সঙ্গে বচসায় জড়ান। হাতাহাতি শুরু হতেই ডিলানের বুকে ধারালো ছুরির কোপ বসিয়ে দেন অভিযুক্ত। মাত্র ৯০ সেকেন্ডের মারপিটে এত কিছু ঘটে যায়। গুরুতর আহত যুবককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও। ঘণ্টা খানেক বাদে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Advertisement

[আরও পড়ুন: মর্মান্তিক পরিণতি রুশ মহাকাশযানের! চাঁদের মাটিতে ভেঙে পড়ল লুনা-২৫]

এই হত্যাকাণ্ডের কথা প্রকাশ্যে আসার পরেই মানসিকভাবে ভেঙে পড়েছেন ডিলানের বন্ধুরা। ওঁরা বিশ্বাসই করতে পারছেন না, তাঁদের বন্ধু আর এই পৃথিবীতে নেই। এক যুবক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “ও ছিল অনন্য, কৌতূহলী, খোলামেলা এবং বন্ধু মানসিকতার। আমি কিছুতেই বুঝতে পারছি না, কীভাবে ওঁর সঙ্গে এতখানি হিংসাত্মক হতে পারে কেউ।” ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পানশালার কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। 

[আরও পড়ুন: কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে ঠাঁই ‘বিদ্রোহী’দেরও, বাংলা থেকে জায়গা পেলেন দু’জন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement