Advertisement
Advertisement
চিন

চিনে পর্যটকদের বাসে ভয়াবহ আগুন, মৃত অন্তত ২৬

জীবন্ত দগ্ধ হয়েই মারা গিয়েছেন প্রত্যেকে৷

26 burned alive as flames engulfes in China, probe ordered
Published by: Sayani Sen
  • Posted:March 23, 2019 12:34 pm
  • Updated:March 23, 2019 12:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্যটকদের বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড৷ জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে ছটফট করতে করতেই মারা গিয়েছেন অন্তত ২৬ জন৷ মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷ চিনের হুনান প্রদেশের এই ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে ৩০ জন৷ তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক৷ স্থানীয় তিনটি হাসপাতালে চিকিৎসা চলছে জখমদের৷

[ব্রেক্সিট জটে জেরবার মে, সময়সীমা বাড়াতে রাজি ইউরোপীয় ইউনিয়ন]

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় অন্তত ৫৬ জন পর্যটককে নিয়ে একটি বাস হুনান প্রদেশের দিকে যাচ্ছিল৷ ওই বাসেই ছিলেন আরও দু’জন বাসচালক এবং একজন ট্যুর গাইড৷ আচমকাই সেই সময় বাসটিতে আগুন লেগে যায়৷ দাউদাউ করে জ্বলতে শুরু করে বাসটি৷ হুড়মুড়িয়ে পর্যটকরা বেরোতে চেষ্টা করেন৷ তবে সকলে বেরোতে পারেননি৷ বাস থেকে নামার আগেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল৷ আগুন নিভিয়ে বাস থেকে যাত্রীদের উদ্ধার করতে বেশ খানিকটা সময় লেগে যায়৷ ততক্ষণে বাসে থাকা সকলেই কমবেশি জখম হয়েছেন৷ বাস যাত্রীদের স্থানীয় তিনটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তাঁদের মধ্যে ২৬ জনকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা৷ বাকি ৩০ জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে৷ তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক৷ তাঁরা এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷ এদিকে, বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে৷ কীভাবে বাসে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে৷

Advertisement

[পরিচয় গোপনে প্লাস্টিক সার্জারি করাতে চেয়েছিল নীরব মোদি, ফাঁস চাঞ্চল্যকর তথ্য]

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, চিনে বাসে আগুন লেগে যাওয়ার মতো ঘটনা প্রায়শই ঘটে৷ ২০১৫ সালে চিনে মোট আটান্ন হাজার মানুষ শুধুমাত্র পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন৷ তাঁদের মধ্যে অন্তত ৯০ শতাংশ মানুষই ট্রাফিক আইন না মেনে পথ দুর্ঘটনার শিকার হন৷ গত নভেম্বরে চংউইংয়ে দুর্ঘটনার বলি হয়েছিলেন অন্তত ১৩ জন৷ গত ফেব্রুয়ারিতেও ঠিক একইরকমভাবে একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ জন জখম হয়েছেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement