সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দুর্ঘটনায় আমেরিকায় মৃত্যু ভারতীয়র! ফ্লোরিডায় এক ভারতীয় পড়ুয়াকে পিষে দেয় দ্রুত গতির একটি গাড়ি। ঘটনাস্থলেই প্রাণ হারান গুন্টিপল্লী সৌম্যা নামে ওই ছাত্রী। জানা গিয়েছে, তিনি তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন। সৌম্যার দেহ দ্রুত ভারতে ফেরানোর ব্যবস্থার করার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার।
সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, মর্মান্তিক এই ঘটনা ২৬ মে-র। দুচোখে অনেক স্বপ্ন নিয়ে মার্কিন মুলুকে পড়তে গিয়েছিলেন সৌম্যা। সদ্যই ফ্লোরিডা (Florida) আটলান্টিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পড়াশোনা শেষ করেছিলেন। চাকরির জন্য নানাভাবে চেষ্টা করছিলেন তিনি। এদিন কিছু জিনিস কিনতে বেরিয়েছিলেন সৌম্যা। বাড়ি ফেরার সময় রাস্তা পার করতে গিয়ে তাঁকে ধাক্কা মারে একটি বেপরোয়া গতির গাড়ি। পিষে দিয়ে চলে যায় তাঁকে। সেখানেই প্রাণ হারান সৌম্যা। এর পরই মেয়ের মৃত্যুয় সংবাদ এসে পৌঁছয় তেলেঙ্গানার ইয়াদাদ্রি ভুবনগিরির বাসিন্দা কোটেশ্বরা রাওয়ের কাছে।
সৌম্যার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। প্রাক্তন সিআরপিএফ জওয়ান কোটেশ্বরা রাও সংবাদমাধ্যমে জানিয়েছেন, অনেক কষ্ট করে মেয়ের পড়াশোনার খরচ জোগার করেছিলেন। মেয়ের স্বপ্ন পূরণ করার জন্য বুকে অনেক আশা নিয়ে আমেরিকায় পড়তে পাঠিয়েছিলেন। কিন্তু সব কিছু শেষ হয়ে গেল মুহূর্তের মধ্যে। তিনি আরও জানান, “গত ১১ মে ধুমধাম করে পঁচিশ বছরের জন্মদিন পালন করেছিল মেয়ে। আমি অনেক জামা পাঠিয়েছিলাম ওর জন্য।” এই মুহূর্তে সৌম্যার দেহ দ্রুত ফেরত পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁরা।
উল্লেখ্য, গত সপ্তাহেই নিউ ইয়র্কে বাইক দুর্ঘটনায় প্রাণ হারান শ্রী বেলেম অচ্যুত নামে এক ভারতীয়। অন্ধ্রপ্রদেশ থেকে তিনি স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে পড়াশোনা করতে গিয়েছিলেন। কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার আগেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। এই ঘটনার কয়েকদিনের মাথাতেই ফের প্রাণ হারালেন আরেক ভারতীয় পড়ুয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.