Advertisement
Advertisement

মাছ ধরতে গিয়ে জলসীমা লঙ্ঘন, শ্রীলঙ্কা নৌসেনার হাতে আটক ২৫ ভারতীয় মৎস্যজীবী

মৎস্য়জীবীদের মুক্তি চেয়ে সরকারের দ্বারস্থ পরিবার।

25 Indian fishermen detained in Sri Lanka | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:December 11, 2023 9:53 am
  • Updated:December 11, 2023 9:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোরাশিকারের অভিযোগে ২৫ জন ভারতীয়কে আটক করল শ্রীলঙ্কা (Sri Lanka)। জানা গিয়েছে, তাঁরা সকলেই পেশায় মৎস্যজীবী। শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করেছে লঙ্কার নৌবাহিনী। মৎস্যজীবীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও খবর। তাঁদের মুক্তির দাবিতে ইতিমধ্যেই কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন মৎস্যজীবীদের পরিবার। উল্লেখ্য, অক্টোবর মাসেও একইভাবে শ্রীলঙ্কায় আটক হয়েছিলেন ভারতীয় মৎস্যজীবীরা।

[আরও পড়ুন: ৩৭০ ধারা বিলোপ কি বৈধ? রায় দেবে সুপ্রিম কোর্ট]

শ্রীলঙ্কার নৌসেনা সূত্রে খবর, বিদেশি মাছ ধরা ট্রলার আটক করতে নিয়মিত ভাবে সমুদ্রে টহল দেয় তারা। শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে বিদেশিরা যেন লাভবান হতে না পারে, তার জন্য মাঝে মাঝেই চলে কড়া নজরদারি। সেই সময়েই আটক করা হয় ২৫ জন ভারতীয় মৎস্যজীবীকে। বাজেয়াপ্ত করা হয় তাঁদের দুটি নৌকা। জানা গিয়েছে, ধৃতরা তামিলনাড়ু (Tamil Nadu) ও পুদুচেরির বাসিন্দা। আপাতত তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারে শ্রীলঙ্কার প্রশাসন। ২৫ জনের আটক হওয়ার খবর পেয়ে উদ্বিগ্ন তাঁদের পরিবার। কেন্দ্র ও রাজ্য দুই সরকারের কাছেই মৎস্যজীবীদের মুক্তির দাবি জানিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, অক্টোবর মাসেই আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ২৭ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করে শ্রীলঙ্কার নৌবাহিনী। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সতীর্থদের মুক্তির দাবিতে তামিলনাড়ুর রামেশ্বরমের মৎস্যজীবী সমিতির সদস্যরা ধর্মঘট শুরু করেন। ধর্মঘটে শামিল হন তামিলনাড়ুর প্রায় ৭ হাজার মৎস্যজীবী। তার পরে অবশ্য আটক করা মৎস্যজীবীদের মুক্তি দিয়েছে শ্রীলঙ্কা। নভেম্বর মাসে দেশে ফিরেছেন তাঁরা। 

Advertisement

[আরও পড়ুন: ভার‍তে ফের চওড়া হচ্ছে করোনার থাবা, সংক্রমণের শীর্ষে কোন রাজ্য?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement