সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মক্ষেত্রে ছিলেন স্বামী৷ হঠাৎই মোবাইলের মেসেজ পড়ে আঁতকে ওঠেন৷ স্ত্রী লিখেছেন, শৌচালয়ে নাকি ঘোরাঘুরি করছে একটি সাপ! স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যান স্ত্রী এবং তাঁদের দুই সন্তান৷ এত পর্যন্ত যাও বা ঠিক ছিল, বিপত্তি ঘটল যখন জানা গেল, একটি নয়, বাড়ির আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও ২৩ খানা সাপ!
জানুয়ারি মাসের ঘটনা৷ টেক্সাসের বাসিন্দা ম্যাক ফাডেনের বাড়ির শৌচালয়ে সাপ ঢুকে গিয়েছে৷ তাঁর দুই ছেলেরই প্রথম তা চোখে পড়ে সেটা৷ স্বামীর অনুপস্থিতিতে কী করবেন ভেবে কুল করে উঠতে পারছিলেন না স্ত্রী৷ সাপটিকে মেরে ফেলার পরামর্শ দেন ম্যাক৷ কথা মতো ঝাঁটা দিয়ে সাপটিকে মেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন মহিলা৷ কিন্তু তখনও সেই পরিবারের জানা ছিল না, ঠিক কতটা বিপদের মধ্যে রয়েছে তারা৷ বাড়ির আর কোথাও কোনও সাপ লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে স্থানীয় সাপ বিশেষজ্ঞদের খবর দেন ম্যাক৷ তাঁরা এসে বাড়িতে তল্লাশি চালাতেই ভয়ানক সত্যের মুখোমুখি হলেন তাঁরা৷ জানা যায়, শৌচালয়ে পাওয়া ওই সাপ ছাড়াও আরও ২৩টি সাপ লুকিয়ে রয়েছে বাড়ির বিভিন্ন স্থানে৷ মাটি খুঁড়েও সাপেদের সন্ধান মেলে৷ তার মধ্যে আবার পাঁচটি সাপ সদ্যোজাত৷ সাপগুলিকে বের করে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান সাপ বিশেষজ্ঞরা৷
উল্লেখ্য, মার্কিন মুলুকে প্রতি বছরই সাপের বিষে মৃত্যু হয় প্রায় সাত হাজার মানুষের৷ টেক্সাসের বনদপ্তরের তরফে বলা হয়েছিল, বাড়ির আশেপাশে সাপের হদিশ পেলেই যেন তাদের খবর দেওয়া হয়৷ তারাই প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.