প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাস থেকে নামিয়ে পরিচয়পত্র খতিয়ে দেখে বেছে বেছে গুলি! একেবারে আইসিস জঙ্গিদের কায়দায় ২৩ জনকে খুন করল পাকিস্তানের দুষ্কৃতীরা। জানা গিয়েছে, বাস থেকে নামিয়ে হত্যালীলা চালিয়ে বাসগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
হাড়হিম করা ঘটনাটি ঘটেছে বালোচিস্তান প্রদেশের কুসাখাইল জেলায়। দীর্ঘদিন ধরেই অশান্ত হয়ে রয়েছে দক্ষিণপশ্চিম পাকিস্তানের এই প্রদেশ। পাক তালিবান এবং বালোচ বিদ্রোহীদের দাপটে বারবার রক্তাক্ত হয়েছে বালোচিস্তান। এহেন পরিস্থিতিতে সোমবার ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল কুসাখাইল জেলা। এই ঘটনার জেরে ফিরে এসেছে আইসিস জঙ্গিদের স্মৃতি। যেভাবে নিরস্ত্রদের বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে গুলি করে খুন করত আইসিস জঙ্গিরা, ঠিক তেমনটাই এদিন ঘটেছে বলে জানা গিয়েছে।
স্থানীয় পুলিশ সূত্রে খবর, সোমবার আমজনতার উপরে হামলা করে দুষ্কৃতীদের বিরাট বাহিনী। রাস্তায় চলা সমস্ত বাস, ট্রাক এবং অন্যান্য যানবাহন থামিয়ে যাত্রীদের নামিয়ে আনা হয়। তার পর খতিয়ে দেখা হয় প্রত্যেকের পরিচয়পত্র। সেখান থেকেই বেছে নেওয়া হয় ২৩ জনকে। প্রত্যেককে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। তার পরে অন্তত ১০টি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। মারাত্মক হামলার পরে এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। যদিও আঙুল উঠছে বালোচ বিদ্রোহীদের দিকেই। পাঞ্জাব প্রদেশ থেকে আগত কর্মীদের বারবার বালোচিস্তান ছেড়ে চলে যেতে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে বিদ্রোহীদের বিরুদ্ধে। যেহেতু পরিচয়পত্র দেখে খুন করা হয়েছে, তাই ওয়াকিবহাল মহলের অনুমান এই হত্যালীলার নেপথ্যে রয়েছে বালোচ বিদ্রোহীরাই। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি গোটা ঘটনাকে বর্বরোচিত আখ্যা দিয়েছেন। তাঁর মতে, দোষীদের কাউকে ছেড়ে কথা বলা হবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.