Advertisement
Advertisement

Breaking News

জঙ্গি হামলায় রক্তাক্ত মিশর, চার্চে বিস্ফোরণে নিহত ২১

সংখ্যালঘু খ্রিস্টানদের বিরুদ্ধে ইসলামিক জঙ্গিদের হামলা...

21 killed in explosion at Coptic Christian church in Egypt
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 9, 2017 11:08 am
  • Updated:December 18, 2019 3:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি হামলায় রক্তাক্ত হল মিশর৷ রবিবার নাইল ডেলটা সিটির একটি চার্চে বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ২১ জনের, আহত ৫০ জনেরও বেশি৷ সংখ্যালঘু খ্রিস্টানদের উপর পরিকল্পনামাফিক এই হামলা চালিয়েছে ইসলামিক স্টেট, খবরটি জানিয়েছে স্থানীয় টেলিভিশন চ্যানেল৷

সিএনএন সূত্রে খবর, এদিন চার্চের মূল প্রার্থনাকক্ষের একটি আসনের নিচে বোমা রাখা ছিল৷ প্রার্থনা শুরু হতেই সম্ভবত রিমোটের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়৷ মিশরের বিদেশমন্ত্রী একটি টুইটে এদিনের হামলার নিন্দা করে বলেন, “মিশরে ফের সন্ত্রাসের কবলে৷ এবার পাম সানডে-র দিন৷ তবে মিশরীয়দের মনে ভয় ধরাতে ব্যর্থ জঙ্গিরা৷”

আগামী সপ্তাহেই মিশরে কপটিক ইস্টার পালিত হওয়ার কথা৷ মিশর সফরে আসার কথা পোপ ফ্রান্সিসের৷ তাঁর সফরের আগেই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই বিস্ফোরণ কি না, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ গতবছরের ডিসেম্বরে কায়রোর ক্যাথিড্রালে সংখ্যালঘু খ্রিস্টানদের লক্ষ্য করে প্রায় একইরকম হামলায় ২৫ জনের মৃত্যু হয়, আহত হন ৪৯ জন৷ সেটাই ছিল মিশরের সংখ্যালঘুদের বিরুদ্ধে এখনও পর্যন্ত নৃশংসতম হামলা৷ ওই হামলার দায় স্বীকার করে ইসমালিক স্টেট জঙ্গি সংগঠন৷

 

এমনিতেই ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের বাড়বাড়ন্তে আতঙ্কিত মিশরের খ্রিস্টানরা৷ ২০১৫-য় লিবিয়া কর্মরত ২১ জন মিশরীয় খ্রিস্টানকে হত্যা করে জঙ্গিরা৷ এমনকী, নিজেদের দেশেও মুসলিম প্রতিবেশীদের হাত থেকে রেহাই পান না সংখ্যালঘু খ্রিস্টানরা৷ মিশরে চার্চ পোড়ানো, খ্রিস্টানদের বাড়ি জ্বালিয়ে দেওয়া নিত্যদিনের ঘটনা৷ এদিনের বিস্ফোরণের মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করা হয়েছে৷ রইল সেই ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement