Advertisement
Advertisement
Pakistan

পাকিস্তানে হাসপাতালের ছাদে ২০০ পচাগলা নগ্ন দেহের স্তূপ! ঘনাচ্ছে রহস্য

কোনও কোনও রিপোর্টের দাবি, সংখ্যাটা অন্তত ২০০।

200 nude decomposing' bodies found at rooftop of hospital in Pakistan। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 15, 2022 4:05 pm
  • Updated:October 15, 2022 4:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের (Pakistan) সরকারি হাসপাতালের ছাদে মিলল অসংখ্য নগ্ন পচাগলা দেহ! এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সেদেশের পাঞ্জাব প্রদেশে (Punjab province)। ইতিমধ্যেই ওই প্রদেশের মুখ্যমন্ত্রী পারভেজ ইলাহি ৬ সদস্যের একটি উচ্চস্তরীয় কমিটি গঠন করেছেন।

কোনও কোনও রিপোর্টের দাবি, সংখ্যাটা অন্তত ২০০। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর উপদেষ্টা চৌধুরী জমন গুজ্জর বৃহস্পতিবারই মুলতানের ওই সরকারি হাসপাতাল পরিদর্শনে যান। লাহোর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত ওই হাসপাতালের মর্গের ছাদে স্তূপাকৃতি লাশ দেখতে পান তিনি। এরপরই চাঞ্চল্য সৃষ্টি হয়। কিন্তু তিনি কীভাবে জানলেন ওই হাসপাতালের ছাদে অতগুলি মৃতদেহ রাখা আছে।

Advertisement

[আরও পড়ুন: রোহিত শর্মার ভক্তকে খুন বিরাট অনুরাগীর! গ্রেপ্তার করা হোক কোহলিকে, সরব সোশ্যাল মিডিয়া!]

সংবাদ সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে গুজ্জর হাসপাতাল পরিদর্শনে এলে তাঁকে এক ব্যক্তি এসে বলেন, ”যদি আপনি সত্য়িই ভাল করতে চান, তাহলে দয়া করে হাসপাতালের ছাদে গিয়ে উঁকি দিন।” এরপর তিনি হাসপাতালের ছাদে উঠতে চাইলে তাঁর পথ আটকান এক হাসপাতাল কর্মী। তিনি মর্গের দরজা খুলতে অসম্মত হলে গুজ্জর তাঁকে হুমকি দেন, ”যদি আপনি এখনই দরজা না খোলেন, তা হলে আমি আপনার নামে এফআইআর করব।” এরপর ওই কর্মী বাধ্যত দরজা খুলতে বাধ্য হন। আর তারপরই দেখা যায় ২০০টি পচাগলা নগ্ন দেহ পড়ে রয়েছে ছাদে। গুজ্জর জানিয়েছেন, ”সমস্ত দেহই পচাগলা। প্রত্যেকেই নগ্ন। এমনকী মহিলাদের শরীরেও কোনও আবরণ ছিল না।”

চাপের মুখে ডাক্তাররা জানিয়েছেন, মেডিক্যাল পড়ুয়াদের ব্য়াখ্যা, ওই দেহগুলি শিক্ষার্থীদের কাজে ব্যবহৃত। কিন্তু সেই জবাবে সন্তুষ্ট নয় প্রশাসন। সমস্ত দেহগুলি দাহ করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে প্রশান। সোশ্যাল মিডিয়ায় ওই মৃতের স্তূপের ভিডিও ছড়িয়ে পড়েছে। এদিকে বালোচ বিচ্ছিন্নতাবাদীদের দাবি, দেহগুলি ‘গুমখুন’ হওয়া বালোচ বিদ্রোহীদের।

[আরও পড়ুন: ‘আমাদের তিন স্ত্রী থাকলেও সবাইকে সম্মান করি, কিন্তু হিন্দুরা…’, মিম নেতার মন্তব্যে তুঙ্গে বিতর্ক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement