Advertisement
Advertisement

উচ্চশিক্ষার জন্য নিজের কুমারীত্ব নিলামে তুললেন তরুণী!

ধন্যি মেয়ের অধ্যবসায়!

20-year-old woman auctions virginity online to pay for higher education
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 29, 2016 3:23 pm
  • Updated:September 29, 2016 3:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উচ্চশিক্ষার ইচ্ছে ছিল মেয়ের৷ কিন্তু অর্থের বড় অভাব৷ আর তাই বিদেশে গিয়ে লেখাপড়া করার ইচ্ছে থেকেই আজব কাণ্ড ঘটালেন রাশিয়ার এক তরুণী৷ ফলাও করে নিজের কুমারীত্ব নিলাম করলেন তিনি৷ তাঁর এই কাণ্ড দেখেই চোখ কপালে উঠেছে মানুষের৷

গোটা বিশ্বেই লেখাপড়া নিয়ে মানুষের সচেতনতা বৃদ্ধির চেষ্টা চলছে৷ তার জন্য বহু স্বেচ্ছাসেবি সংগঠন এগিয়ে আসছে ছাত্র-ছাত্রীদের সাহায্যে৷ কিন্তু তা সত্বেও থেকে যায় অর্থাভাব৷ বিদেশে লেখাপড়ার খরচ চালাতে বহু মহিলা বেছে নেন দেহব্যবসার পথ৷ আবার অনেকেই বয়স্ক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পরেন৷ কিন্তু রাশিয়ার এরিয়ানা এই পন্থাগুলি অবলম্বন করেননি৷ তিনি অনলাইনে নিজের কুমারীত্ব নিলামের প্রক্রিয়া শুরু করেন৷

Advertisement

আর এরপরেই যেন এক ঝটকায় বদলে গেল তাঁর ভাগ্য৷ তাঁর কুমারীত্বের দাম ১৩০,০০০ পাউন্ড থেকে নিলামে শুরু হল৷ সোজা পথে যে টাকার জোগাড় করতে চাননি এরিয়ানা, এমনটা নয়৷ কিন্তু তাতে বিশেষ সুবিধা হয়নি৷ আর তাই সহজে অনেকটা টাকা উপার্জন করতেই এই পথ বেছে নিয়েছেন তরুণী৷

এই টাকা দিয়ে ডাক্তারি পড়তে চান তিনি৷ যদিও এরিয়ানা জানিয়েছেন তাঁর এই সিদ্ধান্তের বিষয়ে কিছুই জানেন না তাঁর পরিবারের সদস্যরা৷ আর পরিবারের মানুষের সিদ্ধান্তের কথা ভেবে বিশেষ চিন্তিতও নন তিনি৷ নিজেকে একজন ‘স্বাধীন’ মানুষ দাবি করে এরিয়ানা বলেছেন, ‘এমন কারও সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে লাভ কি যে আগে আমার কুমারীত্ব নষ্ট করবেন এবং তারপর আমায় ঠকাবেন?’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement